ট্রপিকাল সিস্টেম আপডেট ৩!
সময়: ৯ই নভেম্বর ২০২১ দুপুর ২টা
দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সামান্য শক্তি বৃদ্ধি করে আরও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
বর্তমানে এর কেন্দ্রের ৫০কিমি ব্যাসার্ধের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ৩০ কিমি/ঘণ্টা , যা দমকা হাওয়াসহ ৪০কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এটি বর্তমান অবস্থান থেকে গড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। কিছুটা অনুকূল পরিবেশ থাকায় এটি আগামী ১২ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘূচাপে পরিনত হতে পারে।
এরপর ১০-১১ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিনত হতে পারে।
এটি ১১তারিখ রাত- ১২ তারিখ সকাল এর মধ্যে তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
বাংলাদেশে এর সরাসরি কোন প্রভাব থাকবেনা। এর দূরবর্তী প্রভাবে দেশের দক্ষিনাঞ্চলের আকাশ মেঘলা হতে পারে এবং উপকূলের কিছু কিছু এলাকায় হালকা /গুড়ি গুড়ি বৃষ্টি হলেও হতে পারে।
নিচের গ্রাফিক এ সিস্টেমটির গতিপথ দেখে নিন।
সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন এবং সতর্ক থাকুন।
জনস্বার্থে,
BANGLADESH WEATHER OBSERVATION TEAM
Advertisements