Advertisements


আন্দামান সাগরে লঘুচাপ, সামনের ৩-৪ দিনে শক্তি বৃদ্ধির সম্ভাবনা

  • Post category:Tropical Forecast EN
  • Post last modified:November 13, 2023
  • Reading time:1 mins read

ট্রপিকাল সিস্টেম(লঘুচাপ) আপডেট ১ !
সময়: ১৪ই নভেম্বর ২০২১ সন্ধা ৭:০০টা

আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি প্রায় একই শক্তি নিয়ে করে সামান্য কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
বর্তমানে এর কেন্দ্রের ৫০কিমি ব্যাসার্ধের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ২৫ কিমি/ঘণ্টা , যা দমকা হাওয়াসহ ৩৫কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

এটি বর্তমান অবস্থান থেকে গড়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সামনে কিছুটা অনুকূল পরিবেশ থাকায় এটি আগামী ২৪-৩৬ ঘন্টার মধ্যে সুস্পষ্ট লঘূচাপে পরিনত হতে পারে।
এরপর ১৭ তারিখ নাগাদ দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিনত হতে পারে।
আগামী ১৭-১৮ তারিখে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর বেশ অনুকূল হয়ে উঠতে পারে। এবং তখনই এটি গভীর নিম্নচাপ/ঘূর্ণিঝড় এ পরিনত হতে পারে।


এটি ১৮/১৯ তারিখে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী এটির বাংলাদেশে আসার সম্ভাবনা পাওয়া যায়নি। এর উপকূল অতিক্রম এর পর বাংলাদেশে বৃষ্টিবলয় আঁখি আসতে পারে।
নিচের গ্রাফিক এ সিস্টেমটির গতিপথ দেখে নিন।

সবসময় আবহাওয়ার পূর্বাভাস দেখুন এবং সতর্ক থাকুন।
জনস্বার্থে,
BANGLADESH WEATHER OBSERVATION TEAM

Advertisements


Leave a Reply

Advertisements