দৈনিক আবহাওয়া বার্তা
তারিখ : ২৬ শে নভেম্বর ২০২১ শুক্রবার ১১ ই অগ্রহায়ণ (হেমন্তকাল)
আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার থাকতে পারেবৃষ্টি : দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
তাপমাত্রা : দেশের রাত ও দিনের গড় তাপমাত্রা সামান্য হ্রাস পেতেপারে।
বৃষ্টিবলয় : সক্রিয় নেই
পরবর্তী বৃষ্টিবলয় : সন্ধান পাওয়া গেছে, আপডেট কামিং সুন।
তাপপ্রবাহ : নেই
শৈত্যপ্রবাহ : নেই
পরবর্তী শৈত্যপ্রবাহ : ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহে।
দিনের আকাশে তীব্র সূর্যের কিরণ : নেই
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : স্থানভেদে ২ থেকে ৫ ঘন্টা ও ম্লান সূর্যের কিরণ ২ থেকে ৪ ঘন্টা।
কুয়াশা : ভোররাতে দেশের নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা পড়তেপারে।
কুয়াশাবেল্ট : রংপুর বিভাগ ও এর পার্শ্ববর্তী এলাকায় দুপুরের আগ পর্যন্ত উর্ধাকাশে ঘন কুয়াশাবেল্ট দ্বারা আক্রান্ত থাকতেপারে।
সতর্ক সংকেত : নেই
পরবর্তী সতর্ক সংকেত : ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।
সমুদ্র উত্তাল! নেই, তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সমুদ্র উত্তাল হতেপারে।
সূর্যগ্রহণ : আগামী ৪ ই ডিসেম্বর ২০২১
চন্দ্রগ্রহণ : আগামী ১৬ ই মে ২০২২ সাল ,
সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ২০ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ১১ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১০ ঘণ্টা ৫১ মিনিট।
উত্তর বঙ্গোপসাগর : এই সময় নিরাপদ আছে ও আরও ৫ দিন নিরাপদ থাকতেপারে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা লঘুচাপ আছে, ওটা শ্রীলঙ্কা আঘাত করতেপারে।
ভূমিকম্প :
আসুন এক নজরে দেখেনেই আগামী ২৬ শে নভেম্বর দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
বিভাগের নাম। সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা, ৩০° ১৯° সে.
চট্টগ্রাম, ৩০° ২০°
রাজশাহী, ২৮° ১৭°
খুলনা, ৩০° ১৯°
সিলেট, ২৮° ১৮°
বরিশাল, ২৯° ১৮°
রংপুর, ২৫° ১৬°
ময়মনসিংহ, ২৭° ১৭° সেলসিয়াস।
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ২৫ শে নভেম্বর রাত ০৮ টা বেজে ১০ মিনিটে।
Advertisements