ভারি থেকে অতি ভারি বর্ষনের সতর্কতা!!
নিম্নচাপ কেন্দ্রের মুল বৃষ্টিবাহি মেঘ ভারতের দীঘার কাছাকাছি চলে এসেছে।
এটি আর কয়েকঘন্টা এর ভেতরে দীঘা, ২৪ পরগনা, কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকায় প্রবেশ করবে।
এবং আজ গভীর রাতে আমাদের দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে দেশে প্রবেশ করতে যাচ্ছে।
.
ফলে আজ রাত ৮টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত পর্যায়ক্রমে, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, শেরপুর, মুন্সীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, লক্সীপুর, খাগড়াছড়ি, ব্রাম্মবাড়িয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষন ( ৯০ থেকে ১৮০ মিলিমিটার স্থানভেদে) হতেপারে।
.
এবং সেইসাথে খুলনা, পিরোজপুর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল, ভোলা, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষন ( ৪০ থেকে ১২০ মিলিমিটার স্থানভেদে) হতেপারে।
ও দেশের অন্যত্র রংপুর বিভাগ বাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
.
ও সেইসাথে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় ঘন্টায় ৩৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতেপারে।
.
দীঘা, ২৪ পরগনা, কলকাতা, বারাসত ও এর পার্শ্ববর্তী এলাকায় দমকা হাওয়া সহ অতিভারি বর্ষন হতেপারে ( ১০০- ১৮০ মিলিমিটার) পর্যন্ত স্থানভেদে।
.
এই মুহুর্তে দেশের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছে।
কমেন্টে আপনার এলাকার কি অবস্থা উল্যেখ করুন।
ধন্যবাদ Bwot weather
আপডেট : ৫ ই ডিসেম্বর রাত ৬ টা বেজে ৪৫ মিনিটে।
Advertisements