Advertisements


সাপ্তাহিক পূর্বাভাস | ০৪ জানুয়ারি ২০২২ – ১১ জানুয়ারি ২০২২

BWOT সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস।
৪ ঠা জানুয়ারি হতে ১১ ই জানুয়ারি ২০২২।

আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার থাকতেপারে, তবে ১০ তারিখ থেকে দেশের আকাশে বিশেষকরে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতেপারে।

বৃষ্টি : এই সপ্তাহে দেশে বৃষ্টির সম্ভাবনা কম, তবে ১০ ও ১১ তারিখে রংপুর, রাজশাহী বিভাগের ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থেকে যায়।

তাপমাত্রা : চলতি সপ্তাহে প্রথমদিকে দেশের গড় তাপমাত্রা কম থাকলেও, সপ্তাহ শেষে দেশের গড় তাপমাত্রা বেশ বৃদ্ধি পাবে।

বৃষ্টিবলয় : সপ্তাহ শেষে মানে ১১ ই জানুয়ারি থেকে একটি আংশিক দূর্বল ক্রান্তীয় বৃষ্টিরবলয় পরশ আসার কথা।
তাপপ্রবাহ : নেই চলতি সপ্তাহে।
শৈত্যপ্রবাহ : জানুয়ারি মাসের ৮ তারিখ পর্যন্ত স্বাভাবিক শৈত্যপ্রবাহ চলতেপারে, এর ভেতরে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলতেপারে।
এর পর শৈত্যপ্রবাহ কয়েকদিন এর জন্য নিস্ক্রিয় থাকবে।
পরবর্তী শৈত্যপ্রবাহ : সন্ধান পাওয়া যায়নি।

দিনের আকাশে তীব্র সূর্যের কিরণ : নেই
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : চলতি সপ্তাহ জুড়ে প্রতিদিন গড়ে  স্থানভেদে ৪ থেকে ৬ ঘন্টা, ও  ম্লান সূর্যের কিরণ ৪ থেকে ৬ ঘন্টা। রংপুর ও রাজশাহী বিভাগে কম।

কুয়াশা : ভোররাতে দেশের নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা পড়তেপারে।
কুয়াশাবেল্ট : ৮ ই জানুয়ারি পর্যন্ত রাজশাহী, রংপুর বিভাগের অনেক এলাকায় দুপুর পর্যন্ত নিন্মআকাশে মাঝারি কুয়াশাবেল্ট দ্বারা সূর্যের আলো বাধাগ্রস্থ হতেপারে।
সতর্ক সংকেত : চলতি সপ্তাহে কোন সতর্ক সংকেত নেই।

সমুদ্র উত্তাল! নেই চলতি সপ্তাহে।
গ্রহন : চলতি সপ্তাহে কোন গ্রহণ নেই
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই

আসুন এক নজরে দেখেনেই চলতি সপ্তাহে  দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা গড়ে কেমন থাকতেপারে।

বিভাগের নাম:          সর্বোচ্চ :           সর্বনিম্ন :
ঢাকা,                          ২৫°                 ১৫° সে.
চট্টগ্রাম,                      ২৭°                 ১৬°
রাজশাহী,                   ২৩°                 ১১°
খুলনা,                        ২৫°                 ১৩°
সিলেট,                       ২৪°                 ১৩°
বরিশাল,                     ২৪°                 ১২°
রংপুর,                        ২২°                 ১১°
ময়মনসিংহ,                ২৩°                ১২° সে.
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
নোট : ৮ই জানুয়ারি থেকে সর্বনিম্ন তাপমাত্রা গড় পূর্বাভাস থেকে কিছুটা বৃদ্ধি পেতেপারে।

আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ৩ রা জানুয়ারি রাত ৮ টা বেজে ৪০ মিনিটে।

Advertisements


Leave a Reply

Advertisements