Advertisements


দৈনিক আবহাওয়া বার্তা | ২৭শে জানুয়ারি ২০২২

দৈনিক আবহাওয়া বার্তা
তারিখ : ২৭ শে জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার ১৩ ই মাঘ  শীতকাল | ২৪ শে জমাদিউস সানি
আকাশ : দেশের  আকাশ অধিকাংশ  এলাকায় আংশিক  মেঘলা থেকে মেঘলা থাকতেপারে।
.
বৃষ্টি : খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ সিলেট  ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।
.
তাপমাত্রা : রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে, তবে রংপুর বিভাগের রাতের তাপমাত্রা হ্রাস পাবে।
.
বৃষ্টিবলয় : নেই
পরবর্তী বৃষ্টিবলয় :  জুই-১ ( ২ টু ৭ ই ফেব্রুয়ারি এর ভেতরে)
তাপপ্রবাহ : নেই
শৈত্যপ্রবাহ : নেই।
পরবর্তী শৈত্যপ্রবাহ : ২৮ শে জানুয়ারি হতে।
.
দিনের আকাশে তীব্র সূর্যের কিরণ : নেই
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : স্থানভেদে ৩ থেকে ৫ ঘন্টা। উত্তর অঞ্চলে বেশি।
ম্লান সূর্যের কিরণ, স্থানভেদে ৩ থেকে ৪ ঘন্টা।
.
কুয়াশা : ভোররাতে দেশের নদী অববাহিকায় হালকা/মাঝারি কুয়াশা পড়তে পারে।
কুয়াশাবেল্ট : আসছে রংপুর বিভাগে।
সতর্ক সংকেত : নেই
পরবর্তী সতর্ক সংকেত :
সমুদ্র উত্তাল! নেই
বজ্রপাত :
কালবৈশাখী ফরমেশন : 33 d,  02 h, 00s, কাউন্টডাউন।
.
সূর্যগ্রহণ : ৩০ শে এপ্রিল ২০২২ রাতে
চন্দ্রগ্রহণ : আগামী ১৬ ই মে ২০২২ সাল ,
সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ৪২ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ৪২ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১১ ঘণ্টা ০০ মিনিট।
.
উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক আছে, এবং আরও অনেকদিন স্বাভাবিক থাকতেপারে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই
.
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৪০.৪১° দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।
.
আসুন এক নজরে দেখেনেই ২৬ শে জানুয়ারি  দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
.
বিভাগের নাম:          সর্বোচ্চ :           সর্বনিম্ন :
ঢাকা,                          ২৫°                 ১৬° সে.
চট্টগ্রাম,                      ২৫°                 ১৭°
রাজশাহী,                   ২৪°                 ১২°
খুলনা,                        ২৫°                 ১৫°
সিলেট,                       ২৪°                 ১৪°
বরিশাল,                     ২৫°                 ১৪°
রংপুর,                        ২৩°                 ১১°
ময়মনসিংহ,                ২৩°                 ১৪°  সে.
.
কলকাতা,                   ২৭°                 ১৫° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
.
Weather of Kolkata : আকাশ  প্রায় পরিস্কার থাকতেপারে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।
রাতের তাপমাত্রা সামান্য হ্রাস ও দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতেপারে।
ভোররাতে ও সকালে হালকা কুয়াশা/ মাঝারি থাকতেপারে। দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ প্রায় ৭ ঘন্টা পাওয়া যাবে।
শৈত্যপ্রবাহ নেই।
ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে, বিকেল এর দিকে।
.
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ২৬ শে জানুয়ারি রাত ১০ টা বেজে ২৫ মিনিটে।

Advertisements


Leave a Reply

Advertisements