Advertisements


ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় আশা | (১০-১৮ই এপ্রিল ২০২২)

ধেঁয়ে আসছে দেশের দিকে প্রবল শক্তিশালী বৃষ্টি বলয় আশা।
এটি একটি বহু প্রতিক্ষিত শক্তিশালী বৃষ্টিবলয়।
.
সময়সূচি : ১০ ই এপ্রিল হতে ১৮ ই এপ্রিল ২০২২ পর্যন্ত, পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে দেশের প্রায় সকল এলাকায়।
.
নাম : বৃষ্টিবলয় আশা
টাইপ : ক্রান্তীয় সংঘর্ষ বৃষ্টিবলয়।
.
সবচেয়ে বেশি আক্রান্ত, সিলেট বিভাগ
দ্বিতীয় আক্রান্ত, রংপুর বিভাগ,
তৃতীয় আক্রান্ত, ময়মনসিংহ বিভাগ
চতুর্থ আক্রান্ত, রাজশাহী বিভাগ,
পঞ্চম আক্রান্ত, ঢাকা বিভাগ
ষষ্ঠ আক্রান্ত, খুলনা বিভাগ,
সপ্তম আক্রান্ত, বরিশাল বিভাগ ও
সবচেয়ে কম আক্রান্ত, চট্টগ্রাম বিভাগ।
.
বিবরন : এই বৃষ্টি বলয়টি মূলত দুই ধাপে দেশে আঘাত করছে, প্রথম ধাপ, ১০ টু ১৩ ই এপ্রিল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অনেক এলাকায়।
ও দ্বিতীয় ধাপে সারাদেশে ১৪ টু ১৮ ই এপ্রিল এর ভেতরে, তবে প্রথম ধাপ চলাকালীন সময়ের ভেতরে দেশের দু এক স্থানে আকস্মিকভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
.
বৃষ্টি বলয় আশা, তে সিলেট বিভাগ সহ উত্তর অঞ্চলে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে ও দেশের বাকি এলাকায় হটাৎ করে পশ্চিম আকাশ কালো হয়ে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।
.
বৃষ্টিবলয় আশা চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না,
সকল বৃষ্টিবাহী মেঘের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে।
.
আকাশ আংশিক মেঘলা, হটাৎ পশ্চিম আকাশ কালো করে প্রবল দমকা হাওয়া, তারপর দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি, এরপর আকাশ পরিস্কার।
এইটা বৃষ্টি বলয় আশা এর প্রধান বৈশিষ্ট।
.
প্রবল, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি থাকতেপারে দেশের অনেক এলাকায়।
.
বন্যা : আশা এর কারনে সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগের নিন্মাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হতেপারে।
সুতরাং আপনারা আগে থেকে সতর্ক থাকবেন।
.
আশা চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর কিছুটা উত্তাল থাকতেপারে।
ও আশা চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের আলো তেমন পাওয়া যাবেনা।
.
আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় আশা চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
.
জেলার নাম। বৃষ্টির পরিমান, মিলিমিটার।
সিলেট। ২৩০+
সুনামগঞ্জ। ২৫০+
হবিগঞ্জ। ১৭০+
মৌলভীবাজার। ১৯০+
.
রংপুর, ১৭০
দিনাজপুর, ১৬০
ঠাকুরগাঁও। ১৫০
পঞ্চগড় ২০০
নীলফামারী ২০০
লালমনীরহাট। ২০০
কুড়িগ্রাম। ২৭০
গাইবান্ধা ২০০
জয়পুরহাট। ১৭০
নওগাঁ ১৭০
বগুরা ১৫০
চাঁপাইনবাবগঞ্জ। ১৭০
রাজশাহী ১৬০
নাটোর। ১৪০
সিরাজগঞ্জ। ১৫০
পাবনা ১১০
.
খুলনা, ৪৫
সাতক্ষীরা ৪০
বাগেরহাট। ৪০
যশোর, ৬০
নড়াইল। ৬৫
মাগুরা ৭৫
ঝিনাইদহ। ৮০
চুয়াডাঙ্গা ৮০
মেহেরপুর। ৮৫
কুষ্টিয়া ১০০
.
বরিশাল, ৪৫
পিরোজপুর। ৩৫
ঝালকাঠি ২৫
পটুয়াখালী ১৫
বরগুনা ১০
ভোলা ১৫
.
চট্টগ্রাম, ৩৫
ফেনী ৪০
লক্সীপুর। ৪০
চাঁদপুর। ৪৫
কুমিল্লা ৬০
ব্রাম্মনবাড়িয়া ৯০
খাগড়াছড়ি ৯০
রাঙ্গামাটি ৬০
বান্দরবান। ১৫
কক্সবাজার। ০৭
নোয়াখালী, ৪০
.
ঢাকা ১০০
গোপালগঞ্জ। ৪৫
মাদারীপুর। ৫০
শরিয়তপুর ৬০
ফরিদপুর। ৬৫
রাজবাড়ী ৭০
মানিকগঞ্জ। ১০০
মুন্সীগঞ্জ। ৯৫
নারায়ণগঞ্জ। ১০০
নরসিংদী ১৪০
গাজীপুর। ১৪০
টাঙ্গাইল। ১৪০
কিশোরগঞ্জ। ১৫০
ময়মনসিংহ। ১৯০
জামালপুর। ১৭৫
শেরপুর। ২১০
নেত্রকোনা ২০০
কলকাতা, পশ্চিমবঙ্গ, ৩৫ মিলিমিটার।
.
এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে।
ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় অতিভারি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি মোটেও না হতেপারে।
.
নোট : ১০ থেকে ১৩ ই এপ্রিল ভেতরে দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম।
.
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় আশা এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।
.
নোট : সবচেয়ে নির্ভরশীল আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।
.
ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা, বাংলাদেশ
Bwot weather.
আপডেট : ০৯ ই এপ্রিল রাত ১০ টা।

Advertisements


Advertisements