দৈনিক আবহাওয়া বার্তা | তারিখ : ২৮ শে জুন ২০২২ | বার : মঙ্গলবার | বাংলা : ১৪ ই আষাঢ়, বর্ষাকাল | ২৭ শে জ্বিলকদ, ১৪৪৩ হিজরি।
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতেপারে ২৮ শে জুনের দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।
.
▪আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে।
.
বৃষ্টি : দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে এবং দেশের উত্তরে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
তবে দেশের উত্তর অঞ্চলে বিশেষকরে পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, নিলফামারী, শেরপুর, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতেপারে।
.
▪বন্যা: দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে৷ তবে আগামী ৩ দিনে দেশের উত্তরে ও উজানে ভারি বর্ষণের জন্য দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা প্রবণ নিচু এলাকায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল বা কিছুটা দীর্ঘসময় নিয়ে চলমান থাকতে পারে। তবে প্রচুর পরিমানে বৃষ্টি না থাকায় বন্যা পরিস্থিতির পূনরায় অবনতির সম্ভাবনা কম।
.
▪২৭ শে জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় তেঁতুলিয়া ১০৩ মিলিমিটার। ( bmd)
.
▪২৭ ই জুন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী ৩৬.০০°সেলসিয়াস এবং সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়া ২৫.০০° সেলসিয়াস.( bmd)
▪তাপমাত্রা : রাত ও দিনের গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।
.
▪বৃষ্টিবলয় : “রিমঝিম ” উত্তরে সক্রিয়। চলতে পারে ৩০ শে জুন পর্যন্ত(বিরতিসহ)।
পরবর্তী বৃষ্টিবলয়: স্পীড / ঢল জুলাই এর ৩য়/৪র্থ সপ্তাহে**
তাপপ্রবাহ : মৃদু, দেশের পশ্চিম অঞ্চলের দু এক স্থানে।
দিনের আকাশে তীব্র সূর্যের কিরণ : গড়ে ৩ থেকে ৪ ঘন্টা।
দিনের আকাশে ঝলমলে সূর্যের কিরণ : ৩ থেকে ৪ ঘন্টা, ম্লান সূর্যের কিরণ ১ থেকে ৩ ঘন্টা।
.
▪সতর্ক সংকেত : নেই
সমুদ্র উত্তাল! নেই
বজ্রপাত : আছে আক্রান্ত স্থানে মাঝারি।
উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই
মৌসুমী বায়ু : মোটামুটি সক্রিয়, তবে দেশের উত্তর অঞ্চলে বেশি সক্রিয় হতেযাচ্ছে।
.
▪সূর্যগ্রহণ : ২৫ শে অক্টোবর ২০২২।
চন্দ্রগ্রহণ : আগামী ৮ ই নভেম্বর ২০২২।
সূর্যোদয় : সকাল ০৫ টা বেজে ১৪ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা বেজে ৫০ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১৩ ঘণ্টা ৩৬ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ০০.২৮° দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।
.
▪আসুন এক নজরে দেখেনেই আগামী ২৮ শে জুন দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
.
বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা ৩৪° ২৭° সে.
চট্টগ্রাম ৩৩° ২৬° সে.
রাজশাহী ৩৬° ২৭° সে.
খুলনা ৩৫° ২৭° সে.
সিলেট ৩৩° ২৬° সে.
বরিশাল ৩৪° ২৬° সে.
রংপুর ৩৩° ২৭° সে.
ময়মনসিংহ. ৩৪° ২৬° সে.
কলকাতা, ৩৫° ২৭° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
.
▪Weather of kolkata : আকাশ আংশিক মেঘলা থাকতেপারে। কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।
দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ প্রায় ৩-৬ ঘন্টা পাওয়া যাবে। তীব্র রোদ ২-৩ ঘন্টা।
তাপপ্রবাহ : নেই
গুজব এড়াতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
এবং আমাদের ( বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।
.
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ২৭ শে জুন রাত ১০ টা বেজে ০০ মিনিটে।
( সবাই দেশকে ভালোবাসুন) #ব্বোট
Advertisements