শৈত্য প্রবাহ হিমেল আগামী দুইদিনে ক্রমান্বয়ে দুর্বল হয়ে ২৩ তারিখ নাগাদ বিদায় নিতে পারে। এতে রাজশাহী ও রংপুর বিভাগ সহ দেশের অন্যত্র কোথাও কোথাও আগামী দুই দিন শৈত্য প্রবাহ অব্যাহত পারে তবে তুলনামূলক তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপর ২৩ তারিখ নাগাদ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বেশিরভাগ স্থানে শৈত্য প্রবাহ মাত্রার উপরে উঠে যেতে পারে।
.
এছাড়া উপকূল ব্যতীত অন্যত্র কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে আগামী দুই দিনে। এক্ষেত্রে যে শহরে দূষণের মাত্রা বেশি (ঢাকা) সেখানে শীত তুলনামূলক কম অনুভূত হতে পারে।
.
উল্লেখিত শৈত্যপ্রবাহের স্থানে তাপমাত্রা মূলত সন্ধ্যা হতে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে সকাল নাগাদ সর্বনিম্ন হতে পারে। এরপর কুয়াশা বেল্ট না থাকায় দ্রুতই রোদের উপস্থিতি শৈত্য প্রবাহের প্রকোপ কমিয়ে দিতে পারে।
নিচের চিত্র হতে এক্সট্রিম ওয়েদার ইনডেক্স দ্বারা শীতের প্রকোপ ২৩ তারিখ নাগাদ কমা সম্পর্কে ধারণা নিতে পারেন।
Advertisements