Advertisements


সাপ্তাহিক পূর্বাভাস | ০৪ – ১০ ফেব্রুয়ারী ২০২২

সাপ্তাহিক আবহাওয়া বার্তা By BWOT
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতেপারে চলতি সপ্তাহে দেশের আবহাওয়ার পরিস্থিতি।
তারিখ : ০৪ ঠা ফেব্রুয়ারী  হতে ১০ ই ফেব্রুয়ারী পর্যন্ত ২০২৩।
.
আকাশ : এই সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় প্রায় পরিস্কার থাকতেপারে।
বৃষ্টিপাত : এই সপ্তাহে দেশের কোথাও তেমন কোন বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।
.
তাপমাত্রা : ৮ ই ফেব্রুয়ারী এর পর দেশের গড় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতেপারে।
এর আগে দেশের উপর কিছুটা শীতল আবহাওয়া বিরাজমান থাকতেপারে।
.
শৈত্যপ্রবাহ : ৩ রা ফেব্রুয়ারী রাত থেকে ৮ ই ফেব্রুয়ারী পর্যন্ত একটি সাধারণ শৈত্যপ্রবাহ চলতেপারে দেশের অনেক এলাকায়, বিশেষকরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায়। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা +০৮° সেলসিয়াস এর আশেপাশে আসতেপারে।
.
কুয়াশা : এই সপ্তাহে বেশিরভাগ সময় দেশের নদী অববাহিকায় সহ দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতেপারে।
.
কুয়াশাবেল্ট : ৪ ঠা ফেব্রুয়ারী থেকে রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী  বিভাগের কিছু  হালকা/মাঝারি কুয়াশাবেল্ট আসতেপারে
.
দিনের আকাশে সূর্যের কিরণ : এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় গড়ে প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা করে স্বাভাবিক ম্লান সূর্যের কিরণ পাওয়া যেতেপারে।
.
সাগর : চলতি সপ্তাহে সাগর স্বাভাবিক থাকতেপারে, দেশে কোন প্রকার সামুদ্রিক দূর্যোগের সম্ভাবনা নেই।
ও সাগরে কোন সিস্টেম হবার সম্ভাবনা কম।
বজ্রপাত : নেই
.
নোট : আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল, তাই সবচেয়ে ভালো আপডেট পেতে আপনারা আমাদের দৈনিক আবহাওয়া বার্তা গুলো দেখুন। আবহাওয়া সম্পর্কে আরও অনেককিছু জানার জন্য আপনারা আমাদের সাথে থাকুন নিয়মিত।
ধন্যবাদ : ©BWOT
আপডেট : ০৩ রা ফেব্রুয়ারী  রাত ০৯ টা বেজে ০৬ মিনিটে।

Advertisements


Advertisements