Advertisements


দেশে বয়ে যাচ্ছে শেষ মৃদু শৈত্য প্রবাহ। কতদিন চলতে পারে?

৩ দিনের শীতের আপডেট | ১৪ ফেব্রুয়ারি ২০২৩!!
পূর্বাভাস অনুযায়ী দেশে মৃদু শৈত্য প্রবাহ চালু হয়েছে। আজ দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা হ্রাস পেয়েছে। শ্রীমঙ্গল সহ রাজশাহী, রংপুর বিভাগের কোথায় কোথাও এবং খুলনা বিভাগের উত্তর অংশে তাপমাত্রা সেলসিয়াসের নিচে নামতে দেখা গেছে হুবহু পূর্বাভাস অনুযায়ী আলহামদুলিল্লাহ। তাহলে এই যে এই মৌসুমের সর্বশেষ শৈত্য প্রবাহ চলছে তা কতদিন চলতে পারে?
.
মূলত এই শৈত্য প্রবাহ আগামীকাল ১৫ তারিখ অব্যাহত থাকতে পারে। এরপর তাপমাত্রার বৃদ্ধি পাওয়া শুরু হতে পারে। এবং ১৭ তারিখ থেকে তাপমত্রা বেশ দ্রুত বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে রাজশাহী ও রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের উত্তরাংশে কোথাও কোথাও আগামীকালও তাপমাত্রা ১০° সেলসিয়াস এর নিচে নেমে যেতে পারে ৷ এতে এসব অঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।। এরপর তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে আমরা গ্রীষ্মকালের দিকে অগ্রসর হতে পারি ইনশাআল্লাহ।
.
আজ দেশের অনেক এলাকায় কুয়াশা বেল্ট হ্রাস পেয়েছে যা অব্যাহত থাকতে পারে। দেশের বেশিরভাগ এলাকায়ই কিছুদিন দ্রুত সূর্যের দেখা মিলতে পারে।
ধন্যবাদ সকলকে ,
©Bangladesh Weather Observation Team – BWOT

আগামী ১৫ তারিখের এক্সট্রিম ওয়েদার ইন্ডেক্স (ECMWF)

Advertisements


Advertisements