Advertisements


সাপ্তাহিক আবহাওয়া । ০২ রা এপ্রিল হতে ৮ ই এপ্রিল ২০২৩ পর্যন্ত। 

সাপ্তাহিক আবহাওয়া ০২ রা এপ্রিল হতে ৮ ই এপ্রিল ২০২৩ পর্যন্ত। 
আকাশ : এইসময় ৩ তারিখ পর্যন্ত  দেশের আকাশ অধিকাংশ সময় আংশিক মেঘলা থাকতেপারে। এবং ৪ ঠা এপ্রিল থেকে দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিস্কার থাকতেপারে।
তাপমাত্রা : ৪ ঠা এপ্রিল থেকে দেশের গড় তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতে শুরু করবে।
তাপপ্রবাহ : ৫ ই এপ্রিল থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হতেপারে দেশের কিছু এলাকায় যা পরবর্তীতে মাঝারি তাপপ্রবাহে পরিনত হতেপারে ও দেশের অনেক এলাকায় বিস্তারলাভ করতেপারে।

বৃষ্টি : এপ্রিল মাসের ৩ তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতেপারে। এরপর দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ অনেক হ্রাস পেতেপারে।
বৃষ্টিবলয় : মাঝারি শক্তিশালী ক্রান্তীয় আংশিক বৃষ্টিবলয় জুঁই ৩ ( ২৯ শে মার্চ থেকে ৩ ই এপ্রিল এর ভেতরে দেশের অনেক এলাকায় সক্রিয় থাকতেপারে।

কালবৈশাখী ঝড় : দেশের অনেক এলাকায় সাধারণ কালবৈশাখী এর সম্ভাবনা আছে ৩ তারিখ পর্যন্ত।
বজ্রপাত : সকল বৃষ্টিবাহি এলাকায় স্বাভাবিক বজ্রপাত আছে।
শিলাবৃষ্টি : সম্ভাবনা আছে, দেশের অনেক এলাকায়। ৩ তারিখের ভেতরে।
কালবৈশাখী ফরমেসন :  দেশে কালবৈশাখীর ফরমেশন চালু। সুতরাং এখন থেকে দেশের অনেক  এলাকা কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতেপারে বজ্রমেঘ হলেই।
কুয়াশা : নেই
সমুদ্র উত্তাল : নেই
সিস্টেম : নেই।


দিনের আকাশে সূর্যের কিরণ : গড়ে প্রতিদিন ৫ থেকে ৮ ঘন্টা করে স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যাবে ৪ ঠা এপ্রিল থেকে।
নোট : আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল, তাই সাপ্তাহিক পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতেপারে। সুতরাং আপনারা আমাদের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।

নোট : ৪ ঠা এপ্রিল এর পর থেকে দেশের অনেক এলাকায় অনির্দিষ্ট কাল পর্যন্ত খরা চলতেপারে। সুতরাং খরা চলাকালীন সময়ে দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ বেশ কম থাকতেপারে। তবে মাঝেমধ্যে দেশের কিছু এলাকায় আকস্মিকভাবে বজ্রপাত সহ বৃষ্টি হতেপারে, যা তাপপ্রবাহ হ্রাস করতে তেমন ভূমিকা রাখতে পারেনা। তবে নিয়মিত বৃষ্টি হতেপারে, সিলেট বিভাগে।

আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো দেখবেন।
ধন্যবাদ : BANGLADESH WEATHER OBSERVATION TEAM.
Update  : 1st April at 08:40 pm, BST

Advertisements


Advertisements