দৈনিক আবহাওয়া বার্তা | তারিখ : ৪ ঠা মে ২০২৩ | বার : বৃহস্পতিবার বাংলা : ২১ শে বৈশাখ ১৪৩০, গ্রীষ্মকাল | ১৩ ই শাওয়াল ১৪৪৪ হিজরি।
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতে পারে আগামি ৪ ঠা মে দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।
.
আকাশ : দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থাকতেপারে।
বৃষ্টি : ৪ ঠা মে খুলনা, বরিশাল বিভাগের অনেক এলাকায়, ও রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের বেশকিছু এলাকায় ও দেশের অন্যত্র কিছু এলাকায় আকস্মিকভাবে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
.
▪ ৩ রা মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ডহয় যশোর ৫১ মিলিমিটার, ( bmd)
▪৩ রা মে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো বান্দরবান ৩৮.৮০° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়া ১৯.৮০° সেলসিয়াস। ( bmd)
.
তাপমাত্রা : দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতেপারে
বৃষ্টিবলয় : নিহারিকা, ২৯ শে এপ্রিল হতে ৪ ঠা মে পর্যন্ত।
পরবর্তী তাপপ্রবাহ : অগ্নি ৫ ই মে হতে, সম্ভাব্য।
তাপপ্রবাহ : নেই
কালবৈশাখী : আছে
শিলাবৃষ্টি : আছে
বজ্রপাত : সকল বৃষ্টিবাহী এলাকায় প্রবল বজ্রপাত আছে।
.
দিনের আকাশে প্রখর সূর্যের কিরণ : ৩ থেকে ৫ ঘন্টা
ম্লান সূর্যের কিরণ ২ থেকে ৩ ঘন্টা, পাওয়া যেতেপারে,
.
সতর্ক সংকেত : নেই
সমুদ্র উত্তাল! নেই
উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক আছে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : বর্তমানে সাগরে কোন সিস্টেম নেই। তবে মে মাসের মাঝামাঝি সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতেপারে, যার নামকরণ হবে মোখা, তবে এটা কোথায় কত শক্তি নিয়ে আঘাত করতেপারে সেটা খুবই দ্রুত আমরা আপনাদের জানিয়ে দিবো ইনশাআল্লাহ।
সূর্যগ্রহণ : ১৪ ই অক্টোবর ২০২৩।
চন্দ্রগ্রহণ : ৫ ই মে ২০২৩।
সূর্যোদয় : সকাল ০৫ টা বেজে ২৪ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা বেজে ২৮ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১৩ ঘণ্টা ০৪ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ১০.৩০ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।
.
আসুন এক নজরে দেখেনেই আগামী ৪ ঠা মে দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতেপারে।
.
বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা ৩৫° ২৩° সে.
চট্টগ্রাম ৩৪° ২৩° সে.
রাজশাহী ৩৫° ২২° সে.
খুলনা ৩৫° ২৪° সে.
সিলেট ৩৪° ২২° সে.
বরিশাল ৩৫° ২৩° সে.
রংপুর ৩৩° ২৩° সে.
ময়মনসিংহ. ৩২° ২২° সে.
কলকাতা, ৩৪° ২৩° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।
.
Weather of Kolkata : আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলে ও রাতে , দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতেপারে।
দিনের আকাশে স্বাভাবিক কড়া সূর্যের কিরণ প্রায় ১ -২ ঘন্টা পাওয়া যাবে। ঝলমলে রোদ : আছে
তাপপ্রবাহ : নেই
গুজব এড়াতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
এবং আমাদের (বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।
.
Temperature across some major cities of the world(Celcius)-
New York, US: High 13, Low 8
London, UK: High 19, Low 8
Copenhagen, Denmark: High 12, Low 3
Stockholm, Sweden: High 8, Low 0
Oslo, Norway: High 10, Low 2
Dublin, Ireland: High 13, Low 9
.
Resources in this analysis: Global Models, BMD Observation Data, IMD Observation Data, Himawari 9 Satellite, 850hpa Vorticity, MJO, Convergence, 500hPa Vorticity, 200hpa Winds, Synoptic Chart, Time and Date.
.
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ৩ রা মে রাত ১০ টা বেজে ৩৮ মিনিটে।
(সবাই দেশকে ভালোবাসুন)
Advertisements