ঘূর্ণিঝড় মিগজাউম আপডেট । আপডেট : ৩ রা ডিসেম্বর দুপুর ১২ টা বেজে ০০ মিনিট।
দক্ষিণ পশ্চিম বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত গভীর নিম্নচাপ টি কিছুটা উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড় মিগজাউমে পরিনত হয়েছে। ( bmd)
এটি আজ দুপুর ১১ টা বেজে ২০ মিনিটে, মংলা সমুদ্র বন্দর থেকে ১৪২০ কিলোমিটার, দক্ষিণ পশ্চিমে, পায়রা থেকে ১৪২৫ কিলোমিটার, চট্টগ্রাম থেকে ১৫৫০ ও কক্সবাজার থেকে ১৪৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।
এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭৫ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঐ স্থানে খুবই উত্তাল রয়েছে।
দেশের সকল সমুদ্র বন্দরকে ২ দুই নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে সরকারি আবহাওয়া অধিদপ্তর।
আঘাত : ঘূর্ণিঝড় টি আগামী ৫ ই ডিসেম্বর ভারতের চেন্নাই এর পাশ দিয়ে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল ও এর পার্শ্ববর্তী এলাকা কোনাকুনি অতিক্রম করে দুর্বল হয়ে উপকূল ঘেসে উত্তর বঙ্গপোসাগরে এসে বিলুপ্ত হয়ে যেতেপারে।
যেহেতু ঘূর্ণিঝড় টি বাংলাদেশ থেকে অনেক দুর দিয়ে অতিক্রম করবে সুতরাং বাংলাদেশের উপকূলীয় এলাকা ও মধ্য অঞ্চলে শুধুমাত্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ছাড়া আর কোন প্রাকৃতিক দূর্যোগ এর সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। যদিও উপকুলের কিছু এলাকায় বৃষ্টি এক্তু বেশি থাকতে পারে।
ঘূর্ণিঝড় এর প্রভাবে আগামী ৫, ৬ ও ৭ ই ডিসেম্বর খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশকিছু এলাকায় হালকা থেকে মাঝারি ( ৫ টু ২৫)( ২৫ থেকে ৫০ সর্বোচ্চ) মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।
এবং দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে।
সতর্কতা : আপনারা নৌজান নিয়ে সাগরে নামার আগে ও যেকোনো সতর্কতা অবলম্বনে অবশ্যই দেশের একমাত্র নির্ভরযোগ্য আবহাওয়া অধিদপ্তর (BMD) এর নির্দেশনা ফলো করবেন।
যেহেতু ঘূর্ণিঝড় টি সরাসরি দেশে আঘাত করে দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি করার আশঙ্কা নেই যার ফলে আমরা এই ঘূর্ণিঝড় টি নিয়ে আপডেট কম দিচ্ছি।
আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team – BWOT
Advertisements