দেশে কেমন থাকতে পারে এইবার শীতের আবহাওয়া?
তাপমাত্রা কত নিচে নামতে পারে? কুয়াশা কেমন থাকবে? কুয়াশাবেল্ট কেমন থাকবে? শৈত্যপ্রবাহ কেমন থাকবে?
শীতকালে কয়টি বৃষ্টিবলয় আছে? কয়টি শৈত্যপ্রবাহ আছে? সূর্যের আলো কেমন থাকতে পারে? জানতে সম্পূর্ন আপডেটটি পড়ুন।
স্বাগতম আপনাদের BWOT এর শীতের আপডেটে।
আসুন একনজরে দেখেনেই কেমন থাকতে পারে চলতি শীত মৌসুমে (১৬ই ডিসেম্বরে ২০২৩ হতে ২৮ শে ফেব্রুয়ারী ২০২৪) পর্যন্ত।
এই শীত মৌসুমে এল নিনো সক্রিয় থাকায় গতবছর অপেক্ষা এইবছর শীতের তীব্রতা কিছুটা কম থাকতে পারে। এবং চলতি শীত মৌসুমে দেশে যতগুলো মাঝারী বা তীব্র শৈত্যপ্রবাহ আসবে সেগুলো পশ্চিমা লঘুচাপের কারণে পরপর বেশিদিন স্থায়ী হতে পারবেনা ইনশাআল্লাহ।
১) কুয়াশাঃ চলতি শীত মৌসুমে দেশের অধিকাংশ এলাকায় গতবছর অপেক্ষা বেশি কুয়াশা পড়তে পারে।
বিশেষ করে দেশের নদী অববাহিকায় কুয়াশা বেশি পড়বে, এবং ফেব্রুয়ারী মাসের মাঝামাঝির পর দেশের উপকূলীয় এলাকায় ঘন কুয়াশার তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এবং দেশের অধিকাংশ এলাকায় সকাল ৮ বা ৯ টা পর্যন্ত ঘন কুয়াশাছন্ন থাকতে পারে।
২) কুয়াশাবেল্টঃ চলতি শীত মৌসুমে দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দুপুর পর্যন্ত এমনকি মাঝে মাঝে সারাদিন কুয়াশাবেল্ট দ্বারা আকাশ ঢেকে থাকতে পারে।
এখানে ডিসেম্বর এর ২০ তারিখের পর বেশ কিছুদিন, জানুয়ারির মাঝামাঝি ও শেষ দিকে ও ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি দেশের অনেক এলাকা ঘন কুয়াশাবেল্ট দ্বারা আক্রান্ত হতেপারে।
৩) শৈত্যপ্রবাহঃ চলতি শীত মৌসুমে দেশের উপর ১ থেকে ২ টি তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা +৫ থেকে +৬° সেলসিয়াস এর আশেপাশে নামতে পারে, তবে তা কম এলাকা নিয়ে। জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহ ও জানুয়ারী মাসের শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে সল্পস্থায়ীভাবে তীব্র শৈত্যপ্রবাহ চলতে পারে।
তেঁতুলিয়া, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, শ্রীমঙ্গল, রংপুর, যশোর, এই সকল এলাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার ৫ এর ঘরে নেমে আসতে পারে।
চলতি শীত মৌসুমে দেশের উপর ২ থেকে ৩ টি মাঝারি মানের শৈত্যপ্রবাহ আসতে পারে (৬ থেকে ৮° সেলসিয়াস),
যেটাও সল্পস্থায়ী। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, ও ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহে এই মাঝারি শৈত্যপ্রবাহ চালু হতে পারে।
মৃদু শৈত্যপ্রবাহ, ( ৮ থেকে ১০° সেলসিয়াস) জানুয়ারি মাসে ১ টি ও ফেব্রুয়ারি মাসে ২ টি মৃদু শৈত্যপ্রবাহ আছে।
মোটকথা এইবার শীত মৌসুমে গতবছর অপেক্ষা শীত গড়ে কিছুটা কম পড়তে পারে।
৪) বৃষ্টি বলয়ঃ চলতি শীত মৌসুমে দেশের উপর ১ থেকে ২ টি আংশিক বৃষ্টি বলয় আঘাত করতে পারে। ১ টি জানুয়ারী মাসের মাঝামাঝি ও ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহের দিকে।
৫) সূর্যের আলো কেমন পাওয়া যাবে? ঘন ঘন কুয়াশাবেল্ট ও ধোঁয়াশাছন্ন থাকার দরুন এইবছর শীত মৌসুমে দেশের অধিকাংশ এলাকায় ঝলমলে রোদ তেমন একটা পাওয়া যাবেনা, তবে ফেব্রুয়ারী মাসের তৃতীয় সপ্তাহ থেকে ঝলমলে রোদের পরিমান বৃদ্ধি পেতে পারে।
রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় ও উত্তর চট্টগ্রাম বিভাগে ম্লান সূর্যের আলো বেশি পাওয়া যাবে।
দেশের উপকূলীয় এলাকায় তুলনামূলক রোদের তীব্রতা বেশি থাকতে পারে।
৬) সিস্টেম : চলতি শীত মৌসুমে দক্ষিন বঙ্গপোসাগরে ১ বা ২ টি সিস্টেম তৈরী হতেপারে যা দক্ষিণ ভারত অথবা শ্রীলঙ্কা আঘাত করতে পারে, এর কোনটির প্রভাব বাংলাদেশে আসবে না ইনশা-আল্লাহ।
Data Source: Global Models, IMD, BMD, Climate Models, Australian Bureau of Meteorology, CPC , JMA ইত্যাদি।
Explanation: BWOT
বিশেষ দ্রষ্টব্যঃ এই বার্তাটি উল্লেখিত সূত্র সমূহ হতে প্রাপ্ত তথ্যের বিশ্লেষনে একটি সাধারণ ধারণা মাত্র। এই তথ্যের উপর ভিত্তি করে কোন গুরুতর সিদ্ধান্ত নেওয়া হতে বিরত থাকুন। যেকোনো কার্যক্রমে অবশ্যই বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য আবহাওয়া সংস্থা “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” এর বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : ১৫ ই ডিসেম্বর রাত ৯ টা বেজে ৩৫ মিনিটে।
#BWOT
Sample IMG: CFS Model । Precipitation and Temperature
Precipitation anomaly of Jan 2024
Precipitation anomaly of FEB 2024
TEMPERATURE ANOMALY OF JAN 2024
TEMPERATURE ANOMALY OF FEB 2024
Advertisements