Advertisements


মার্চ মাসের আবহাওয়ার পূর্বাভাস । মার্চ ২০২৪

মার্চ মাসের আবহাওয়ার পূর্বাভাস
CFS Precipitation Anomaly of March 2024: Tropicaltidbits

মার্চ মাসের আবহাওয়ার পূর্বাভাস ! মার্চ ২০২৪

সৌজন্যে: BANGLADESH WEATHER OBSERVATION TEAM

চলতি বছর মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে ও বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হতে কিছুটা কম থাকতে পারে। ও এই মাসে বঙ্গপোসাগরে একটি সিস্টেম তৈরি হতেপারে যা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।

আসুন একনজরে দেখেনেই চলতি মার্চ মাসের আবহাওয়ার পূর্বাভাস ।

প্রথম ১০ দিন ( ১ টু ১০ ই মার্চ): মেঘলা আকাশ ও বৃষ্টি

আকাশ : এই সময় ৪ ই মার্চ ও ৬ ও ৭ ই মার্চ দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে


বৃষ্টি : মার্চের ৪ তারিখে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ও দেশের অন্যত্র সামান্য কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।
অপরদিকে, ৬ ও ৭ ই মার্চ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে আকস্মিকভাবে।

বজ্রপাত : ৪ ঠা মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চলে ও ৬ ও ৭ ই মার্চ খুলনা বিভাগের কিছুটা এলাকায় বজ্রপাত এর সম্ভাবনা আছে।

কালবৈশাখী : ৪ ঠা মার্চ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতেপারে।
তাপপ্রবাহ : নেই

শৈত্যপ্রবাহ : নেই, তবে রাতের দিকে দেশের উত্তর অঞ্চলে বেশ শীত পড়তেপারে।
এই সপ্তাহে দেশের আবহাওয়া বেশ চরমভাবাপন্ন থাকতে পারে, মানে দিনে গরম আর রাতে শীত।
উত্তর বঙ্গপোসাগর : নিরাপদ থাকবে

সিস্টেম : ৮ ও ৯ তারিখের দিকে একটি সিস্টেম হতেপারে যা শ্রীলঙ্কা এর দিকে আঘাত করতে পারে। বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ্।
কুয়াশা : এই সময়ে দেশের নদী অববাহিকায় স্বাভাবিক কুয়াশা পড়তেপারে।

দিনের আকাশে সূর্যের কিরণ। : এই সময়ে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘন্টা করে সূর্যের কিরণ পাওয়া যাবা।
বৃষ্টিবলয় : নেই
তাপপ্রবাহ : নেই
বন্যা : নেই।
গ্রহণ : নেই

দ্বিতীয় ১০ দিন, ( ১১ টু ২০ শে মার্চ): পরিস্কার আকাশ ও বৃষ্টির কম সম্ভাবনা

আকাশ : এই সময়ে অধিকাংশ সময়ই দেশের আকাশ প্রায় পরিস্কার থাকতে পারে। তবে ১৫ ও ১৬ ই মার্চ দেশের কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে।

বৃষ্টি : এই ১০ দিনে দেশের কোথাও উল্ল্যেখযোগ্য কোন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছেনা।
তবে ১৫ ও ১৬ ই মার্চ দেশের উত্তর অঞ্চলের দু এক স্থানে ছিটেফোঁটা কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।
বজ্রপাত : নেই

কালবৈশাখী : তেমন সম্ভাবনা দেখা যাচ্ছেনা।
তাপপ্রবাহ : ১৮, ১৯ ও ২০ শে মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু সল্পস্থায়ী তাপপ্রবাহ বয়ে যেতেপারে।

শৈত্যপ্রবাহ : নেই, তবে রাতের দিকে দেশের পশ্চিম ও উত্তর অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূতি হতেপারে। অনেকটা দিনে গরম ও রাতে হটাৎ ঠান্ডা পড়বে আশা করা যায়।
উত্তর বঙ্গপোসাগর : নিরাপদ থাকবে ইনশা-আল্লাহ।
সিস্টেম : নেই।

কুয়াশা : দেশের উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা পড়তেপারে।
দিনের আকাশে সূর্যের কিরণ : এই ১০ দিনে প্রতিদিন গড়ে ৭ থেকে ১০ ঘন্টা করে সূর্যের কিরণ পাওয়া যাবে।
বৃষ্টি বলয় : নেই
বন্যা : নেই
গ্রহন : নেই।

কালবৈশাখী
ফাইল ছবিঃ কালবৈশাখী মেঘ

শেষ ১১ দিন ( ২১ টু ৩১ শে মার্চ ২০২৪): ক্রমশ পরিবর্তন ও বৃষ্টিবলয়

আকাশ : এই ১০ দিন দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। ও শেষ দিকে অনেক এলাকায় মেঘাছন্ন থাকতে পারে।

বৃষ্টি : মার্চের ২৫ তারিখের পর দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।
বজ্রপাত : রাজশাহী, খুলনা, রংপুর ও ঢাকা ও সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারী থেকে তীব্র বজ্রপাত এর আশঙ্কা আছে।

কালবৈশাখী : দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র কালবৈশাখী ঝড়ের (৬০ টু ৯০ কিমি/ঘন্টা)  সম্ভাবনা আছে।
তাপপ্রবাহ : রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা আছে। ২১ হতে ২৫ শে মার্চের ভেতরে।
শৈত্যপ্রবাহ : নেই।

উত্তর বঙ্গপোসাগর : প্রায় নিরাপদ থাকবে তবে স্থানীয় কালবৈশাখী এর কারনে সাময়িক উত্তাল হতেপারে।
সিস্টেম : নেই।
কুয়াশা : তেমন নেই।
দিনের আকাশে সূর্যের কিরণ : গড়ে প্রতিদিন ৫ থেকে ৮ ঘন্টা পাওয়া যাবে।

বৃষ্টি বলয় : শক্তিশালী আংশিক ক্রান্তীয় বৃষ্টি বলয় জুঁই ২ আসার কথা, ( ২৬ টু ২৮ শে মার্চ) এর আশেপাশে।
বন্যা : নেই।
গ্রহণ : ২৫ শে মার্চ একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ আছে, তবে এটি বাংলাদেশ থেকে দেখা যাবেনা।
বাংলাদেশ সময় গ্রহণ শুরু সকাল ১০ টা ৫৩ মিনিটে ও শেষ বিকেল ৩ টা ৩২ মিনিটে) এইসময় আমাদের দেশে দিন থাকায় গ্রহন টি দেখা যাবেনা, ঐ সময় পৃথিবীর যে অংশে রাত থাকবে সেই অংশ থেকে গ্রহনটি দেখা যাবে।

আপনি পুরাতন আপডেট দেখে থাকলে নতুন আপডেট দেখুন এখানে

এই ছিলো মার্চ মাস ২০২৪ এর সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস।
নোট: প্রাকৃতিক কারনে পূর্বাভাসটি কিছুটা পরিবর্তন হতেপারে। সুতরাং নিয়মিত আমাদের সাথেই থাকুন। ও সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর এর আবহাওয়ার পূর্বাভাস গুলি দেখুন
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team
আপডেট : ২ রা মার্চ রাত ১০ টা বেজে ৩০ মিনিটে।

Advertisements



Advertisements