আগামী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস । ১৯ শে মে – ২১ শে মে ২০২৪
দেশের আবহাওয়া বৃষ্টিপাতের জন্য অনুকুল হচ্ছে। এবং দেশে ভ্যাপসা গরমের তীব্রতা বেশ সক্রিয়, এবং দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা আছে।
তাহলে চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিনে দেশের আবহাওয়া কেমন থাকতে পারে? কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা।
১৯ শে মেঃ ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশে শুরু হতে চলেছে বৃষ্টিবলয়!
দেশের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। রাত ও দিনের গড় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এবং দেশের উপরদিয়ে চলমান তাপপ্রবাহ অগ্নি সামান্য দূর্বল হতে পারে।
এইদিন, খুলনা (দক্ষিণ), ময়মসিংহ, রংপুর, সিলেট, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আকস্মিকভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। ও দেশের অন্যত্র দু এক স্থানে বজ্বৃষ্টির সম্ভাবনা আছে। দিনের আকাশে প্রখর সূর্যের কিরণ ০ থেকে ৬ ঘন্টা করে পাওয়া যেতে পারে।
২০ শে মেঃ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
আগের দিনের অনুরূপ দেশের আকাশ মূলত মেঘলা থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস ও দিনের গড় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তাপপ্রবাহ অগ্নি দেশের পশ্চিমে সক্রিয় থাকতে পারে।
এদিন দেশের রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকস্মিকভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।
দিনের আকাশে প্রখর সূর্যের আলো ১ থেক ৩ ঘন্টা পাওয়া যাবে।
২১ শে মেঃ দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা
দেশের আকাশ অনেক এলাকায় মেঘলা থেকে মেঘাছন্ন থাকতে পারে। তাপপ্রবাহ অগ্নি আরো কিছুটা দূর্বল হতে পারে।
এদিন দেশের অনেক এলাকায় কালবৈশাখী সহ বৃষ্টির সম্ভাবনা আছে ও কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।
সিলেট ও ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। এদিন দিনের আকাশে প্রখর সূর্যের কিরণ স্থানভেদে ১ থেকে ৩ ঘন্টা পাওয়া যেতে পারে, রাজশাহী ও রংপুর বিভাগে রোদ বেশি থাকতে পারে।
পশ্চিমবঙ্গের আবহাওয়াঃ ফিরে আসছে বৃষ্টিপাতে
১৯-২১ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তীত ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। আকাশ মূলত আংশিক মেঘলা থাকতে পারে। বেশ কিছু এলাকায় দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।
Data Source: Global Models, IMD, BMD, Himawari 9 Satellite, Synoptic Chart etc.
Explanation: BWOT
বিশেষ দ্রষ্টব্যঃ এই বার্তাটি উল্লেখিত সূত্র সমূহ হতে প্রাপ্ত তথ্যের বিশ্লেষনে একটি সাধারণ ধারণা মাত্র। এই তথ্যের উপর ভিত্তি করে কোন গুরুতর সিদ্ধান্ত নেওয়া হতে বিরত থাকুন। যেকোনো কার্যক্রমে অবশ্যই বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য আবহাওয়া সংস্থা “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” এর বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
©Bangladesh Weather Observation Team (BWOT) , Update: 18 May 2024, 10:00 pm BST
নিচে আগামী তিন দিনের ইউরোপিয়ান আবহাওয়া মডেলের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখানো হল:
Image Source: Windy
আরো জানুনঃ বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?
Advertisements