Advertisements


ধেয়ে আসছে বৃষ্টি বলয় , সাগরে নতুন লঘুচাপ

ধেয়ে আসছে বৃষ্টি বলয়, সাগরে নতুন লঘুচাপ

ধেয়ে আসছে বৃষ্টি বলয়, সাগরে নতুন লঘুচাপ

পশ্চিম মধ্য বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত মৌসুমী লঘুচাপটি আজ সন্ধ্যার পর ভারতের উড়িষ্যা তৎসংলগ্ন এলাকা অতিক্রম করেছে। অপরদিকে আগামী ১৮, ১৯ শে জুলাই সাগরে আরও একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতেপারে। এর হাত ধরে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয় ।

ইতিমধ্যে একটি লঘুচাপের কারনে মৌসূমী অক্ষরেখা মধ্যো বঙ্গপোসাগরে অবস্থান করায় দেশের উপর সার্বিক বৃষ্টির পরিমাণ অনেক হ্রাস পেয়েছে।

যেহেতু কিছুদিন পর আবারও একটি লঘুচাপ সৃষ্টির হতেযাচ্ছে এই অবস্থায় মৌসুমী অক্ষরেখা দেশের উপর আসতে আরও ১ সপ্তাহ সময় লাগতে পারে।


কবে ধেয়ে আসছে বৃষ্টি বলয় ?

তাই আপাতত আগামি ১ সপ্তাহে দেশের উপর প্রবল ভারিবৃষ্টি এর সম্ভাবনা কম।

আমরা ধারনা করছি, জুলাই মাসের ২২ বা ২৩ তারিখের দিকে শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয় ধারা দেশের উপর চালু হতে পারে।
ফলে ২২ শে জুলাই হতে দেশের সার্বিক বৃষ্টির পরিমান অনেক বৃদ্ধি পেতে পারে।

বৃষ্টি বলয় আসার আগে বৃষ্টি কেমন থাকবে?

এখানে আগামী ১৬ থেকে ২১ শে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সল্পস্থায়ী মাঝারি ভারিবৃষ্টি হতেপারে।
ও দেশের অধিকাংশ এলাকায় দিনে নিল আকাশ ও রোদের দেখা পাওয়া যাবে গড়ে প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টা করে।

এখানে খুলনা বিভাগে সবচেয়ে বেশি খন্ডকালীন বৃষ্টি হতেপারে।
অপরদিকে, সিলেট বিভাগ ও কুমিল্লা, খাগড়াছড়ি, বিবাড়িয়া, নরসিংদী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত সহ কিছুটা ভারিবৃষ্টি হতেপারে রাতের দিকে নিয়মিত।
ও এছাড়াও দেশের অন্যত্র কিছু কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে।

অপরদিকে আগামী ১৮, ১৯ ও ২০, ২১ শে জুলাই সাগর উত্তাল থাকতে পারে।

আমরা ধারনা করছি শক্তিশালী মৌসূমী বৃষ্টি বলয় ধারা ২২ শে জুলাই থেকে ২৭ শে জুলাই পর্যন্ত দেশের উপর সক্রিয় থাকতে পারে।
ধারা আসলে দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘাছন্ন হয়ে যাবে ও নিচু এলাকায় বন্যার সৃষ্টি হতেপারে।
এই বৃষ্টি বলয় ধারা নিয়ে আমরা তাড়াতাড়ি আপনাদের বিস্তারিত পোস্ট করবো ইনশাআল্লাহ্।
ধন্যবাদ : BWOT

আরো জানুনঃ বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?

Follow us on Google News feed for daily Latest Updates

Advertisements


Advertisements