গভীর নিম্নচাপ আপডেট ১ । সাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ
উত্তর পশ্চিম বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গপোসাগর এলাকায় অবস্থানরত মৌসুমি সুস্পস্ট লঘুচাপটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিনত হয়েছে।
বাতাসের গতিবেগ, গতিপথ ও গভীর নিম্নচাপের স্থলভাগে আঘাত
গভীর নিম্নচাপ এর আপডেট অনুযায়ী এর কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৭৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐ স্থানে বেশ উত্তাল আছে।
এটি আজ রাত ৭ টা বেজে ২০ মিনিটে, মংলা সমুদ্র বন্দর থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।
এটি আরোও জোরদার হয়ে গড়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে ও আগামী ৯ ই সেপ্টেম্বর রাতে ভারতের উড়িষ্যা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা অতিক্রম করতে পারে গভীর নিম্নচাপ আকারে। পরিবেশ কিছুটা অনুকূল থাকায় এটির সাধারণ মাত্রার ঘূর্ণিঝড়ে(<75kph) পরিনত হওয়ারও কিছুটা আশঙ্কা থেকে যায়। তবে এর থেকে বাংলাদেশ নিরাপদ।
আরো পড়ুনঃ ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়? বাংলা আর্টিকেল
জেনে রাখা ভালোঃ ঘূর্ণিঝড় এর ক্যাটাগরি সমুহ
গভীর নিম্নচাপ এর সাথে দেশের বৃষ্টিপাত
এদিকে সাগরে এই সিস্টেম টি থাকায় দেশের উপর মৌসুমী বায়ুর সক্রিয়তা কম থাকায় দেশের সার্বিক বৃষ্টির পরিমাণ বেশ কম আছে। তবে নিম্নচাপ টি উপকূল অতিক্রম করার সময় ও করার পর দেশের উপর বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে। এই নিম্নচাপ টি আঘাতের সময় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা , খুলনা , বরিশাল, চট্টগ্রাম অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।
এই নিম্নচাপের হাত ধরে শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয় পূবালী অথবা মহা বৃষ্টি বলয় ঢল দেশে প্রবেশ করতে পারে আগামী ১০ই সেপ্টেম্বর হতে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত।
এর ফলে সারাদেশে একপ্রকার ব্যাপক ভারি বর্ষণ হতে পারে। তবে এই সিস্টেম এর প্রভাবে দেশের অভ্যন্তরে কোন উল্লেখযোগ্য ঝড়ের আশঙ্কা নেই।
দেশে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে
বন্যার সতর্কতা : এই সিস্টেম ও একইসাথে চায়না সাগর থেকে আগত একটি সিস্টেম এর প্রভাবে দেশের উপর মৌসুমী অক্ষরেখা প্রবল সক্রিয় থাকতে পারে। এই অবস্থায় ভারতের সেভেন সিস্টার রাজ্য সহ বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে ব্যাপক ভারিবৃষ্টির আশঙ্কা আছে।
*ফলাফল দেশের পূর্ব, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে পুনরায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় আপনারা বিবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেণী, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার জেলা সহ সিলেট বিভাগের নিচু এলাকার মানুষজন আগে থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখতে পারেন।
অপরদিকে এই সিস্টেম টি পরবর্তীতে ভারতের মধ্য ও উত্তর মধ্য অঞ্চলে ব্যাপক ভারি বৃষ্টি ঘটাতে পারে, সুতরাং গঙ্গা অববাহিকায় বন্যা হবার আশঙ্কা আছে।
নোট : আগামী ১১ ই সেপ্টেম্বর পর্যন্ত সাগর উত্তাল থাকতে পারে, সুতরাং আপনারা সরকারি আবহাওয়া অফিসের পূর্বাভাস না জেনে কেউ মাছ ধরতে সাগরে প্রবেশ করবেন না।
আরোও গুরুত্বপূর্ণ পোস্ট আসছে, আপনারা আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ : Bangladesh weather observation team (BWOT)
আপডেট: 08 Sept 2024, 7:45pm BST #BWOT
Graphic Presented by BWOT
Advertisements