Advertisements


শারদীয় দুর্গোৎসব  ২০২৪ এর আবহাওয়া শুরু হতে পারে বৃষ্টি নিয়ে

শারদীয় দুর্গোৎসব  ২০২৪ আবহাওয়া
GFS Model Total Precipitation: Windy

শারদীয় দুর্গোৎসব  ২০২৪ এর আবহাওয়া শুরু হতে পারে বৃষ্টি নিয়ে

আসছে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ২০২৪ , শারদীয় দুর্গোৎসব উপলক্ষে Bangladesh Weather Observation Team -BWOT এর পক্ষ থেকে সকল সনাতনী ধর্মাবলম্বীদের জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন ।

শারদীয় দুর্গোৎসব ২০২৪ এর আবহাওয়া বার্তা অনুযায়ী এ সময় দেশের আবহাওয়া কেমন থাকতে পারে?

শারদীয় দুর্গোৎসবের ৫ দিনের মধ্যে প্রথম দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিভেজা আবহাওয়া থাকতে পারে । দেশের মধ্য হতে দক্ষিণাঞ্চলে পূজার ভিতরে প্রায় প্রতিদিন কমবেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রথমদিকে। সুতরাং এটা মাথায় রেখে পূজার আয়োজন করবেন । দূর্গা পূজার ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকতে পারে তা নিচে উল্লেখ করা হলো :-

৮ ই অক্টোবর , ২১ শে আশ্বিন ( মহা পঞ্চমী ) :- 

ঢাকা, খুলনা, ময়মনসিংহ,  সিলেট ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং  চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি  বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে।  এছাড়াও দেশের অন্যত্র দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা মাঝারি বা  ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের অঞ্চল এর পরিমাণ সারাদেশের তুলনায় ২০-৩০% সম্ভাব্য। ( বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে । )


৯ ই অক্টোবর , ২২ শে আশ্বিন ( মহা ষষ্ঠী ) :-  

ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ  ও বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং  চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি  বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে।

এছাড়াও দেশের অন্যত্র দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা মাঝারি বা  ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের অঞ্চল এর পরিমাণ সারাদেশের তুলনায় ১৫-২০% সম্ভাব্য। ( বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে । )

আরো জানুনঃ বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?

১০ ই অক্টোবর , ২৩ শে আশ্বিন ( মহা সপ্তমী ) :- 

খুলনা বরিশাল ঢাকা সিলেট ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যত্র দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে কিছুটা মাঝারি বা  ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের অঞ্চল এর পরিমাণ সারাদেশের তুলনায় ১০-১৫% সম্ভাব্য। ( বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে । )

১১ ই অক্টোবর , ২৪ শে আশ্বিন ( মহা অষ্টমী ) :- 

দেশের কয়েকটি এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে বিচ্ছিন্নভাবে কিছু বজ্রবৃষ্টি হতে পারে, নির্দিষ্ট এলাকা নেই। বেশি সম্ভাবনা দেশের দক্ষিণাঞ্চলে। বৃষ্টিপাতের অঞ্চল এর পরিমাণ সারাদেশের তুলনায় ৫-১০% সম্ভাব্য। ( বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে । )

১২ ই অক্টোবর , ২৫ শে আশ্বিন ( মহা নবমী ও বিজয়া দশমী ) :-

দেশের ২/১ জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে বিচ্ছিন্নভাবে কিছু বজ্রবৃষ্টি হতে পারে। বেশি সম্ভাবনা দেশের দক্ষিণাঞ্চলে/উপকূলে। বৃষ্টিপাতের অঞ্চল এর পরিমাণ সারাদেশের তুলনায় ২-৫% সম্ভাব্য। ( বেশিরভাগ বৃষ্টি দুপুর হতে গভীর রাতের মধ্যে । )

শারদীয় দুর্গোৎসব  ২০২৪ এর আবহাওয়া বার্তা গ্রহনে বিবেচ্য বিষয় :

তদপুরি সবচেয়ে নির্ভুল, নির্ভরযোগ্য ও প্রায় নিখুঁত আবহাওয়া পূর্বাভাস এর জন্য সরকারী আবহাওয়া অধিদপ্তর আছে। আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা অবশ্যই সরকারী আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাসগুলো সম্পূর্ণ মেনে চলবেন ।

উৎসবের এই ৫ দিন মেতে থাকুন পরিবার ও প্রিয়জনদের সাথে। শান্তি ধারা বয়ে আনুক এই ভূবনে ।
ধন্যবাদ
নয়ন আদিত্য সৌমিক (BWOT)

Bangladesh Weather Observation Team- BWOT

Advertisements


Advertisements