বর্তমান কুয়াশা বেল্ট কতদিন থাকবে?
গত কিছুদিন ধরেই দেশের উত্তরাঞ্চল দিয়ে কুয়াশা বেল্ট বৃদ্ধি পেতে শুরু করে। এর মধ্যে আজকে (২৩ জানুয়ারি) দেশে সর্বাধিক কুয়াশা বেল্টের বিস্তৃতি লক্ষ্য করা যাচ্ছে। এক কথায় উপকূলীয় অঞ্চল ব্যতীত সারাদেশেই প্রায় কুয়াশা বেল্ট ছড়িয়ে পড়েছে। যে কারণে প্রায় দুপুর পর্যন্ত পাওয়া যাচ্ছে না রোদের দেখা। এই কুয়াশা বেল্ট কত দিন থাকবে তা জানার আগে জেনে নেওয়া যাক কুয়াশা বেল্ট আসলে কি?
কুয়াশা বেল্ট কি?
কুয়াশা বেল্ট মূলত নিম্ন আকাশে কুয়াশার মেঘ যা দীর্ঘ সময় সূর্যকে ঢেকে রাখে। আর এতে সূর্যালোকের অনুপস্থিতির কারণে দিনের তাপমাত্রা সহজে বৃদ্ধি পেতে পারে না। তাই দিনে প্রচন্ড শীতের অনুভূতি হয়। এটি মূলত শীতকালেই দেখা যায়।
এই কোয়াশার মেঘে বৃষ্টি হওয়ার মত পানি থাকে না, তাই এর থেকে বৃষ্টি হয় না। তবে মাঝে মাঝে এই কুয়াশার মেঘের ঘনত্ব এত বেশি হয় যে এর থেকে ছোট ছোট ফোটায় কুয়াশা ঘনীভূত হয়ে ঝরতে থাকে। দেখে মনে হয় যেন কুয়াশার বৃষ্টি হচ্ছে।
কুয়াশা বেল্ট কোথায় বেশি হয়?
কুয়াশা বেল্ট মূলত ভারতের উত্তরাঞ্চল হতে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এর প্রভাবে ভারতের উত্তর প্রদেশ বিহার সংলগ্ন অঞ্চলে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত রোদের অনুপস্থিতি দেখা যায়। এতে শীতকালে সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
এরই কিছু অংশ বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বাংলাদেশেও দীর্ঘ সময় রোদের উপস্থিতি বাধাগ্রস্ত হয়। এতে বাংলাদেশের মধ্যাঞ্চলে উল্লেখযোগ্য ভাবে কুয়াশা বেল্টের উপস্থিতি দেখা যায়।
বর্তমান কুয়াশা বেল্ট কত দিন চলবে?
গত কিছুদিনের মধ্যে আজ ২৩শে জানুয়ারি কুয়াশা বেল্টের বিস্তৃতি সবচেয়ে বেশি ছিল। যা আগামীকাল ২৪ শে জানুয়ারি অব্যাহত থাকতে পারে। এরপর ২৫ শে জানুয়ারি নাগাদ দেশে কুয়াশা বেল্টের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হতে পারে। এতে কুয়াশা বেল্ট দুর্বল হয়ে গিয়ে সাময়িক কিছুদিনের জন্য বিদায় নিতে পারে এবং স্বাভাবিক রোদ ফিরে আসতে পারে।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team (BWOT)
এবছর শীত স্বাভাবিক এর তুলনায় কম হওয়ার পূর্বাভাস দেখুন এখানে: শীত ২০২৪-২৫
Advertisements