
সাপ্তাহিক আবহাওয়া বার্তা | তারিখ : ২২ শে মার্চ হতে ২৮ শে মার্চ ২০২৫ পর্যন্ত।
আসুন এক নজরে দেখে নেই কেমন থাকতে পারে এই সপ্তাহে দেশের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস।
এই সপ্তাহে প্রথম ২৪ শে মার্চ পর্যন্ত দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে ও দেশের বিভিন্ন স্থানে হালকা হতে হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে।
২৪ শে মার্চের পর দেশের অনেক এলাকায় খরার খবলে পড়তে পারে ও মাঝারি হতে তীব্র তাপপ্রবাহ এর কবলে পড়তে পারে এপ্রিলে।
আকাশ : এই সপ্তাহে ২৪ শে মার্চ পর্যন্ত দেশের আকাশ অধিকাংশ স্থানে আংশিক মেঘলা হতে মেঘলা থাকতে পারে।
২৪ তারিখের পর খরা হতে পারে।
বৃষ্টি🌧️ : এই সপ্তাহে ২৪ শে মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা বা হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে প্রতিদিন কমবেশি, বিশেষ করে দেশের পশ্চিম অঞ্চলে বেশি। ২৪ তারিখের পর কোন বৃষ্টির সম্ভাবনা নেই।
তাপমাত্রা : এই সপ্তাহে ২৫ শে মার্চ হতে দেশের তাপমাত্রা বেশ বৃদ্ধি পেতেপারে। এর আগে আরামদায়ক আবহাওয়া থাকতে পারে।
বৃষ্টিবলয়☔ : দুর্বল ও আংশিক বৃষ্টি বলয় চাতক ২০ টু ২৪ শে মার্চ চালু আছে।
পরবর্তী বৃষ্টিবলয়☔ : এখনও সন্ধান পাওয়া যায়নি।
বজ্রপাত🌩️ : বৃষ্টি যুক্ত এলাকায় সম্ভাবনা কিছুটা।
দমকা হাওয়া : আছে ২৪ তারিখ পর্যন্ত দেশের কিছু এলাকায়।
সিস্টেম ফরমেশন : নেই চলতি সপ্তাহে।
শীত : নেই।
কালবৈশাখী : সিলেট সম্ভাবনা আছে।
ধোঁয়াশাছন্ন : এই সপ্তাহে কোন ধোঁয়াশাছন্ন নেই।
তাপপ্রবাহ : নেই
কুয়াশা পয়েন্ট : গড়ে ১৫° মানে আপনার এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫° সেলসিয়াস এ আসলে বা এর নিচে নামলে কুয়াশার সৃষ্টি হতে পারে।
সপ্তাহ শেষে কুয়াশাপয়েন্ট বৃদ্ধি পাবে।
ঘন কুয়াশা : চলতি সপ্তাহে দেশের উপকূলীয় এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে।
সতর্কতা : নেই
গড় আর্দ্রতা: ৩৯%
দিনের আকাশে সূর্যের কিরণ : এই সপ্তাহে গড়ে প্রতিদিন দেশের প্রায় সকল এলাকায় ঝলমলে সূর্যের আলো, ৭ থেকে ৯ ঘন্টা করে পাওয়া যেতে পারে,২৪ তারিখের পর।
ম্লান সূর্যের কিরণ ১ থেকে ৩ ঘন্টা, পাওয়া যেতে পারে স্থানভেদে,
বায়ু প্রবাহ : সপ্তাহের অধিকাংশ সময় এলোমেলোভাবে বায়ু প্রবাহিত হতে পারে দেশের অনেক এলাকায়।
সতর্ক সংকেত : এই সপ্তাহে সাগরে সতর্ক সংকেত হবার মতো কোন আশঙ্কা নেই।
সম্ভাব্য সতর্ক সংকেত : নেই
সমুদ্র উত্তাল! এটাও নেই এই সপ্তাহে।
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ🌀 : এই সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে আসার মতো কোন সিস্টেমের সম্ভাবনা নেই।
সূর্যগ্রহণ🌘 : চলতি সপ্তাহে দেশে কোন সূর্য গ্রহন নেই।
চন্দ্রগ্রহণ🌒 : চলতি সপ্তাহে নেই
.
আসুন এক নজরে দেখে নেই আগামী ২২ শে মার্চ হতে হতে ২৮ শে মার্চ পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন গড় তাপমাত্রা কেমন থাকতে পারে।
একটা আনুমানিক ধারনা মাত্র।
বিভাগের নাম: সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা ৩১° ২৩° সে.
চট্টগ্রাম ৩২° ২২° সে.
রাজশাহী ৩২° ১৯° সে.
খুলনা ৩২° ২২° সে.
সিলেট ৩০° ২০° সে.
বরিশাল ৩২° ২২° সে.
রংপুর ৩০° ২০° সে.
ময়মনসিংহ. ৩০° ২০° সে.
কলকাতা, ৩২° ২২° সে. India
নোট : ১° বা ২°সেলসিয়াস হেরফের হতেপারে।
২৪ শে মার্চের পর তাপমাত্রা বেশ বাড়তে পারে।
.
Weather of Kolkata : আকাশ এই সপ্তাহ জুড়ে প্রায় সকল এলাকায় প্রায় মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা আছে মাঝারি , তবে ২৪ শে মার্চ হতে বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে।
দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ : প্রতিদিন গড়ে ৭ থেকে ৯ ঘন্টা পাওয়া যাবে, ২৪ শে মার্চ হতে
ঝলমলে রোদ : আছে প্রতিদিন কমবেশি ৭ থেকে ৯ ঘন্টা করে, ২৪ শে মার্চ হতে
তাপপ্রবাহ : নেই এই সপ্তাহে।
শৈত্যপ্রবাহ :
বৃষ্টি বলয় : চাতক চলছে, চলবে ২৩ শে মার্চ পর্যন্ত।
গ্রহন : নেই
গুজব এড়াতে ও আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
এবং আমাদের (বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।
Resources in this analysis: Global Models, BMD Observation Data, IMD Observation Data, Himawari 9 Satellite, MJO, 200hpa Winds, 500hpa Winds, Synoptic Chart, Time and Date.
আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আবহাওয়ার পূর্বাভাস তৈরী : Bangladesh weather observation team LTD
আপডেট : ২১ শে মার্চ রাত ৯ টা বেজে ২০ মিনিট Jessore Bangladesh হতে ( ২০২৫)
UPDATE : 21th March AT 09:20 PM BST. (2025)
সবাই দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণে কাজ করুন।
দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি।
Advertisements