Advertisements


ঘূর্ণিঝড় মন্থা আপডেট । ২৮ শে অক্টোবর দুপুর ২টা

ঘূর্ণিঝড় মন্থা আপডেট ।২৮ শে অক্টোবর দুপুর ২টা ০০ মিনিট!

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা ক্রমশ শক্তি বৃদ্ধি করে সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়ে ক্রমশ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে।

এর কেন্দ্রের ৬২ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৯৫ কিলোমিটার (১মিনিট), যা দমকা হাওয়া সহ প্রায় ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
*এটিই এর সর্বোচ্চ শক্তিমত্তা। ঘূর্ণিঝড়টি উপকূলের কাছাকাছি চলে আসায় এর থেকে আর বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই।

আঘাত হানার স্থান ও বাংলাদেশে প্রভাব

এটি আজ সন্ধ্যা হতে মধ্যরাতের মধ্যে ভারতের আমালাপুরামের নিকট দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এটি বাংলাদেশে থেকে অনেক দূরে আঘাত হানার কারণে বাংলাদেশের সরাসরি কোন প্রভাব থাকবে না।

তবে এর দূরবর্তী প্রভাবে আগামীকাল থেকে খুলনা বিভাগ হয়ে দেশে বৃষ্টি বলয় আঁখি প্রবেশ করতে পারে। এবং পর্যায়ক্রমে সিস্টেমটি ভারতের উপর দিয়ে বাংলাদেশের নিকটবর্তী হওয়ার সাথে সাথে দেশে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে এবং ২ তারিখ পর্যন্ত দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।


আরও জানতে বৃষ্টি বলয়ের বিস্তারিত আপডেট দেখুন!!
ধন্যবাদ, BWOT Ltd.

Advertisements


Advertisements