আজকেও (৮ই ফেব্রুয়ারি) সকালে দেশের দক্ষিণে ও মধ্যাঞ্চলে কুয়াশা বেল্ট বেশ বৃদ্ধি পেয়েছিলো। নিম্ন স্তরের বাতাসের কন্ডিশন অনুযায়ী আজ রাতে ও আগামীকাল সকালে দেশের দক্ষিণাঞ্চলে সাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ এবং লো লেভেল কনভারজেন্স অবস্থান করতে পারে। এতে উক্ত স্থানের জলীয় বাষ্প গুলো ঊর্ধ্বমুখী হতে পারে এবং কুয়াশা বেল্টের সৃষ্টি করতে পারে। উক্ত কনভার্জেন্স আগামী ১-২ দিন দেশের দক্ষিনে অবস্থান করতে পারে এতে কুয়াশা বেল্টের প্রবণতাও আগামী দুই-তিন দিনে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। BWOT কর্তৃক ধারণা করা হচ্ছে আগামী ১-২ দিনে বিশেষ করে ৯ -১০ তারিখের দিকে দেশের দক্ষিনে ও অভ্যান্তরে বিস্তৃত এলাকায় কুয়াশা বেল্টের আধিক্য লক্ষ্য করা যেতে পারে। এতে এসব অঞ্চলের কোথাও কোথাও প্রায় দুপুর পর্যন্ত রোদ অনুপস্থিত থাকতে পারে। আগামীকাল ৯ তারিখ নাগাদ কুয়াশা বেল্টের বিস্তৃতির উল্লেখযোগ্য এলাকাসমূহ হলোঃ ময়মনসিংহ বিভাগের অল্প কিছু এলাকা সহ সিলেট ও ঢাকা বিভাগের বেশ কিছু এলাকা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা কুয়াশা বেল্টে আক্রান্ত হতে পার। এসব অঞ্চলে সকালের দিকে বেশ কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সর্বাধিক। এবং বেলা বৃদ্ধির সাথে সাথে ধীরে ধীরে কুয়াশাবেল্ট পরিষ্কার হতে লক্ষ্য করা যেতে পারে। উক্ত কুয়াশা বেল্টের পরিস্থিতি অন্তত ১১ তারিখ পর্যন্ত কমবেশি চলমান থাকতে পারে তবে ১০-১১ তারিখ তুলনামূলক কম। তাই তখন সড়ক ও নৌপথে সর্তকতা অবলম্বন করবেন। আজকের কুয়াশা বেল্ট: HIMWARI 9 | ৮:৪০ AM
Advertisements