Advertisements


আজকের আবহাওয়া বার্তা | তারিখ : ১২ ই জুলাই ২০২৪

আজকের আবহাওয়া বার্তা | তারিখ : ১২ ই জুলাই ২০২৪

আজকের আবহাওয়া বার্তা | তারিখ : ১২ ই জুলাই ২০২৪ | বার: শুক্রবার  ২৮ শে আষাঢ়   ,১৪৩১ বর্ষাকাল ৫ ই মহররম  ১৪৪৬ হিজরি।

আসুন এক নজরে দেখে নেই কেমন থাকতে পারে আগামী ১২ ই জুলাই  দেশের আজকের আবহাওয়ার পূর্বাভাস

আকাশ : দেশের আকাশ  অনেক   স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে।

বৃষ্টি🌧️ : ১২ ই জুলাই সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা,  রংপুর বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিনের অনেক এলাকায় মাঝারি থেকে ভারিবৃষ্টির সম্ভাবনা আছে, ও দেশের বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।

▪১১ ই জুলাই   সন্ধ্যা  ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড হয় কক্সবাজার ৩৩৪ মিলিমিটার  (BMD)


▪১০ ই জুলাই  সন্ধ্যা  ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো খুলনা  ৩৬.২০°সেলসিয়াস  ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবান ২৪.০০°সেলসিয়াস। ( bmd)

তাপমাত্রা🌡️ : রাতের ও দিনের  তাপমাত্রা কিছুটা  হ্রাস পেতে পারে।

বৃষ্টিবলয়☔ : রিমঝিম  সক্রিয়

পরবর্তী বৃষ্টিবলয়☔ :  ধারা / ঢল 

বজ্রপাত🌩️ : স্বাভাবিক
দমকা হাওয়া : নেই
কালবৈশাখী : নেই
শিলাবৃষ্টি : নেই

ধোঁয়াশাছন্ন : নেই।
তাপপ্রবাহ : নেই
তাপপ্রবাহ : ১৫ টু ২২ শে জুলাই। মৃদু

দিনের আকাশে প্রখর  সূর্যের কিরণ : ০ থেকে ২ ঘন্টা
ম্লান সূর্যের কিরণ ৫ থেকে ৬ ঘন্টা, পাওয়া যেতে পারে স্থানভেদে।

সতর্ক সংকেত :
সমুদ্র উত্তাল! তেমন না
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ🌀 : নেই।
মৌসুমী বায়ু : দেশের উপর বেশি সক্রিয়।
.
সূর্যগ্রহণ🌘 : ০২ ই অক্টোবর  ২০২৪।
চন্দ্রগ্রহণ🌒 : ১৮ ই সেপ্টেম্বর   ২০২৪,
সূর্যোদয়🌞 : সকাল ০৫ টা বেজে ২৩ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত 🌝: সন্ধ্যা ০৬ টা ৫১ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১৩ ঘণ্টা ২৮ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ০২.৩১ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।

আসুন এক নজরে দেখে নেই আগামী ১২ ই জুলাই দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে।

বিভাগের নাম:     সর্বোচ্চ  :  সর্বনিম্ন :
ঢাকা                     ৩৩°        ২৬° সে.
চট্টগ্রাম                 ৩১°        ২৫° সে.
রাজশাহী              ৩৪°        ২৬° সে.
খুলনা                   ৩৪°        ২৭° সে.
সিলেট                  ৩১°        ২৫° সে.
বরিশাল                ৩৩°        ২৭° সে.
রংপুর                   ৩০°        ২৫° সে.
ময়মনসিংহ.          ৩২°        ২৭° সে.
কলকাতা,              ৩৫°       ২৭° সে. India
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে।

➡ Follow us on Google News feed for daily Latest Updates

Weather of Kolkata : আকাশ আংশিক মেঘলা  থাকতে পারে।  বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের দিকে,   দিনের ও রাতের   তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 
দিনের আকাশে স্বাভাবিক  সূর্যের কিরণ : ১ থেকে ৩ ঘন্টা।
ঝলমলে রোদ : নেই
তাপপ্রবাহ : নেই
গুজব এড়াতে ও আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
এবং আমাদের (বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।

আরো জানুনঃ বৃষ্টি বলয় কি? এর ধরন কি কি?

Resources in this analysis: Global Models, BMD Observation Data, IMD Observation Data, Himawari 9 Satellite, MJO, 200hpa Winds, Synoptic Chart, Time and Date.

আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ১১ ই  জুলাই রাত ১০ টা বেজে ১০ মিনিটে।
UPDATE : 11th july   AT 10:10 PM BST.
সবাই দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণে কাজ করুন।
BMD = বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ( সরকারি)

Advertisements


Advertisements