Advertisements


বঙ্গপোসাগরে লঘুচাপ, দেশের আকাশ নীল

  • Post category:Tropical Forecast BN
  • Post last modified:2024-08-29
  • Reading time:2 mins read
  • Post author:
বঙ্গপোসাগরে লঘুচাপ এর গতিপথ

সিস্টেম আপডেট ১ : বঙ্গপোসাগরে লঘুচাপ, দেশের আকাশ নীল

পশ্চিম মধ্য বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি মৌসূমী লঘুচাপ সৃষ্টি হয়েছে।
এটি আজ ২৯ শে অগাস্ট রাত ৮ টায় মংলা সমুদ্র বন্দর থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো।

এটি আরও জোরদার হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

লঘুচাপের বাতাসের গতিবেগ ও গতিপথ

লঘুচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৩০ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐ স্থানে কিছুটা উত্তাল আছে।


গতিপথ : এই লঘুচাপ টি কিছুটা শক্তি বৃদ্ধি করে আগামী ৩১ শে অগাস্ট রাতে ভারতের দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকা অতিক্রম করতে পারে।

আরো পড়ুনঃ ঘূর্ণিঝড় কিভাবে সৃষ্টি হয়? বাংলা আর্টিকেল

জেনে রাখা ভালোঃ ঘূর্ণিঝড় এর ক্যাটাগরি সমুহ

বঙ্গপোসাগরে লঘুচাপ এর প্রভাবে সাগরের অবস্থা ও দেশের বৃষ্টিপাত

সমুদ্র উত্তাল : লঘুচাপের কারনে বায়ুচাপের তারতম্যের কারনে সাগর কিছুটা উত্তাল থাকতে পারে। এই অবস্থায় মাছ ধরা নৌকা ও ট্রলার আবহাওয়া অফিসের পূর্বাভাস না জেনে সাগরে নামা বিপদজনক হতে পারে।

বৃষ্টিপাত : লঘুচাপের সরাসরি প্রভাবে দেশের তেমন কোন বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে লঘুচাপের দূরবর্তী প্রভাবে, সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, মৌলভীবাজার, বিবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেণী, নোয়াখালী, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ও দেশের কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে।

তবে আগামী ১ তারিখ হতে খুলনা ও বরিশাল বিভাগে সল্পস্থায়ীভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে দফায় দফায়,
অপরদিকে স্থানীয় বৃষ্টি বলয়ের কারনে রংপুর ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে ২ রা সেপ্টেম্বর হতে, ৮ ই সেপ্টেম্বর পর্যন্ত।
আর এদিকে সাগরে লঘুচাপ থাকার কারনে দেশে ভ্যপসা গরম বৃদ্ধি পেতে পারে।

লঘুচাপ নিয়ে বর্তমানে চলমান গুজব !

নোট : কিছু গ্রুপে দেখলাম, এই লঘুচাপ টি নাকি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় এ পরিনত হতে পারে। আসলে এই ধরনের কোন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ্। আপনারা কোন গুজবে কান দিবেন না।

নোট : আবহাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভরশীল পূর্বাভাস এর জন্য আপনারা সবসময় দেশের সরকারি আবহাওয়া অধিদপ্তর হতে পূর্বাভাস গুলো দেখবেন ও সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন।

ধন্যবাদ : Bangladesh Weather Observation Team (BWOT)
Update : 29th August at 09:00 pm, BST

Advertisements


Advertisements