Advertisements


বৃষ্টিবলয় “ধারা”

ধেঁয়ে আসছে দেশের দিকে স্থানীয় মাঝারী শক্তিশালী বৃষ্টি বলয় “ধারা”, এটি একটি ঝড় মুক্ত ক্রান্তীয় বৃষ্টি বলয়।
স্থানীয় বৃষ্টি বলয় “ধারা” ( b 100 mm.) সর্বাধিক আক্রান্ত স্থানে।
সময়সূচি : ২৫ শে অক্টোবর থেকে ২৯/৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত পর্যায়ক্রমে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেণি, নোয়াখালী, ভোলা ও এর পার্শ্ববর্তী এলাকায়।
সর্বাধিক আক্রান্ত জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেণি ও নোয়াখালী জেলা।
এসময় উল্লেখিত জেলা ও এর পার্শ্ববর্তী জেলা ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে।
বিস্তারিত জানার জন্য আগামীকাল রাত ৯ টার পর চোখ রাখুন এখানে।
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team (BWOT)

Advertisements



Advertisements