Advertisements


ঘূর্ণিঝড় আপডেট : ৭ | 07 MAY 2022 AT 9PM

ঘূর্ণিঝড় আপডেট : ৭ | Bay Of Bengal
দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় টি বেশ কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও কিছুটা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিনত হয়ে বর্তমানে দক্ষিণ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো, এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে।
.
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫০ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৭৫ কিলোমিটার যা সর্বোচ্চ দমকা হাওয়া আকারে ৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ১ মিনিট স্থিতি।
সাগর ঐ স্থানে বেশ উত্তাল আছে।
.
এটি আজ ৭ ই মে রাত ৯ টা বেজে ২০ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ১২৮৯ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিলো এটি আরও জোরদার হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতেপারে।
.
নোট : ঘূর্ণিঝড় টি এখনও দেশের উপকূল থেকে অনেক দুরে থাকায় এর কোন প্রভাব এখনও দেশের উপর পড়েনি। তবে আগামীকাল হতে এর দুরবর্তী প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করবে।
এই সিস্টেম টি কিছু অনুকূল পরিবেশে আছে তাই আগামী ১২/১৮ ঘন্টার ভেতরে শক্তিশালী ঘূর্ণিঝড আসানি তে পরিনত হতেপারে।
.
আঘাত : এই সিস্টেম টি ঘূর্ণিঝড় রুপে আগামী ১২ বা ১৩ ই মে ভারতের উড়িষ্যা থেকে বাংলাদেশের সাতক্ষীরা এর ভেতরে যেকোনো স্থানে সরাসরি আঘাত করতেপারে।
এর ফলে আগামী ১০ ই মে থেকে ১৫ ই মে পর্যন্ত দেশের অনেক এলাকায় একটানা প্রবল বর্ষন হতেপারে, ফলে নিচু এলাকায় বন্যার পানিতে প্লাবিত হতেপারে।
.
আবহাওয়া বায়ুচাপের তারতম্যের কারনে সাগর প্রচুর উত্তাল থাকতেপারে।
এবং ঘূর্ণিঝড় আঘাত করার সময় উপকূলীয় নিচু এলাকায় স্বাভাবিক জোয়ারের থেকে বেশি জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে।
তাই আগে থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখা ভালো।
Bmd দেশের সকল সমুদ্র বন্দরকে ১ নাম্বার দুরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছেন।
পরবর্তীতে সংকেত আরও বৃদ্ধি পেতেপারে।
.
নোট : বঙ্গপোসাগর দ্রুত উত্তাল হতেযাচ্ছে, ফলাফল এই সিস্টেম টি না শেষ হওয়া পর্যন্ত, আপনারা কেউ মাছধরা নৌকা বা ট্রলার নিয়ে কেউ সাগরে দয়াকরে যাবেন না।
সবসময় আবহাওয়া অধিদপ্তর এর সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন।
নোট : বঙ্গপোসাগরে পর্যাপ্ত অনুকূল পরিবেশ থাকায় এই সিস্টেম টি দ্রুত শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপ নিতেপারে।
.
বাংলাদেশ ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ টিম ( bcft) এই সিস্টেম টির উপর গভীরভাবে নজর রাখছে,
তাই আপনারা সিস্টেম টি সর্বশেষ আপডেট পেতে Bwot weather এর সাথে থাকুন।
ইনশাআল্লাহ নতুন কোন তথ্য পাওয়া মাত্র আমরা আপনাদের মাঝে হাজির হবো।
.
আপাতত ০৯ ই মে পর্যন্ত দেশের উপর বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা আছে।
১০ তারিখ এরপর দেশের অনেক এলাকায় একটানা বৃষ্টি হতেপারে।
সুতরাং আপনারা রোদের কাজ দ্রুত করে ফেলুন।
.
আপডেট : ৭ ই মে রাত ৯ টা বেজে ২৫ মিনিটে। Bwot weather Jessore Bangladesh.

Advertisements


Advertisements