Advertisements


মাসিক পূর্বাভাস | জুলাই ২০২২

BWOT কতৃক প্রকাশিত জুলাই মাসের সংক্ষিপ্ত আবহাওয়ার পূর্বাভাস | পূর্বাভাস প্রস্তুত হয়েছে : ৩০ জুন, রাত ৯টা

আসুন একনজরে দেখেনেই জুলাই ২০২২ দেশের সার্বিক আবহাওয়া কেমন থাকতেপারে।


জুলাই মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে স্বাভাবিক এর চেয়ে কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দক্ষিণ অঞ্চলে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে এবং মধ্যাঞ্চল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে।
এই মাসে ২ বা ৩ টি সিস্টেমের সম্ভাবনা আছে, তবে কোন ঘূর্ণিঝড় নেই।
জুলাই মাসে দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে ও ২ টি মৌসুমী বৃষ্টিবলয় আছে এই মাসে।
এবং জুলাই মাঝামাঝি অতি বৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসের মতো ঘটনা পুনরায় ঘটতে পারে।
তাহলে মুল পূর্বাভাসে ফিরি।

প্রথম সপ্তাহ : ১ টু ৮ ই জুলাই



আকাশ : জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতেপারে।

বৃষ্টি : জুলাই মাসের ৮ তারিখ পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মুলত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে খুলনা ও বরিশাল বিভাগ তথা দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি।
তবে দেশের উত্তর পূর্ব অঞ্চলের কিছু স্থানে কিছুটা একটানা বৃষ্টিও হতেপারে।

বৃষ্টি বলয় : স্বাভাবিক
সমুদ্র : প্রায় স্বাভাবিক থাকতেপারে
সিস্টেম : একটি সিস্টেম হতেপারে উত্তর পশ্চিম বঙ্গপোসাগরে।
তাপপ্রবাহ : নেই।
বজ্রপাত : স্বাভাবিক।
বন্যা পরিস্থিতি : প্রথম সপ্তাহে দেশের চলমান বন্যা পরিস্থিতি প্রায় স্থিতিশীল থাকতেপারে।

গ্রহণ : এই সপ্তাহে কোন সূর্য বা চঁন্দ্রগ্রহন নেই।
দিনের আকাশে সূর্যের কিরণ : স্থানভেদে প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের কিরণ পাওয়া যাবে। তবে উত্তর অঞ্চলে বেশি।

দ্বিতীয় সপ্তাহ : ৯ টু ১৬ ই জুলাই


আকাশ : এই সপ্তাহে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘাছন্ন থাকতেপারে। তবে উপকূলীয় এলাকায় মেঘলা থাকতেপারে।

বৃষ্টি : দ্বিতীয় সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতেপারে। এছাড়াও দেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারিবৃষ্টি হতেপারে।
বৃষ্টি বলয় : স্বাভাবিক বৃষ্টিবলয় আছে।
বজ্রপাত : স্বাভাবিক

বন্যা : দ্বিতীয় সপ্তাহে দেশের চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতেপারে।
সিস্টেম : একটা মৌসুমী লঘুচাপ বা সাধারন নিম্নচাপ হতেপারে।
তাপপ্রবাহ : নেই
সমুদ্র : কিছুটা উত্তাল থাকতেপারে।
সতর্ক সংকেত : আসতে পারে।

দিনের আকাশে উজ্বল সূর্যের কিরণ প্রতিদিন স্থানভেদে ৩ থেকে ৫ ঘন্টা করে গড়ে পাওয়া যাবে,
গ্রহন : এই সপ্তাহে কোন সূর্য ও চন্দ্রগ্রহণ নেই।

তৃতীয় সপ্তাহ: ১৭ টু ২৩ শে জুলাই


আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় মেঘাছন্ন থাকতেপারে।
বৃষ্টি : এই সপ্তাহে সারাদেশে কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে, তবে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।
সেইসাথে দেশের উপকূলীয় এলাকায় ভারিবর্ষণ হতেপারে।

বৃষ্টি বলয় : এই সপ্তাহে একটি শক্তিশালী বৃষ্টি বলয় আছে যার নাম, বৃষ্টি বলয় স্পীড / ঢল হতে পারে।
তাপপ্রবাহ : নেই
বজ্রপাত : আছে কিছুটা
বন্যা পরিস্থিতি : চট্টগ্রাম বিভাগে সাময়িক সল্পস্থায়ী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতেপারে।
সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও চলমান থাকতে পারে।

সতর্ক সংকেত : থাকতেপারে।
সমুদ্র উত্তাল : কিছুটা
সিস্টেম : এই সপ্তাহে একটি মৌসুমি সিস্টেম হতে পারে।
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : স্থানভেদে ২ থেকে ৩ ঘন্টা করে পাওয়া যাবে প্রতিদিন।
গ্রহণ : নেই, কোন সূর্য ও চন্দ্রগ্রহণ।

চতুর্থ সপ্তাহ : ২৪ টু ৩১ শে জুলাই


আকাশ : দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতেপারে।
বৃষ্টি : এই সপ্তাহে দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে দেশের উত্তর অঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে।
বৃষ্টি বলয় : একটি শক্তিশালী বৃষ্টি বলয় আস্তে পারে, যার নাম ঢল/ স্পিড হতে পারে।
তাপপ্রবাহ : তেমন নেই

সতর্ক সংকেত : থাকার কথা
সমুদ্র উত্তাল : কিছুটা
সিস্টেম : সম্ভাবনা কম সিস্টেম তৈরির।
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : স্থানভেদে ১ থেকে ৪ ঘন্টা করে পাওয়া যাবে গড়ে প্রতিদিন।
তবে উত্তর অঞ্চলে কম।
গ্রহণ : নেই
বজ্রপাত : স্বাভাবিক
বন্যা পরিস্থিতি : এই সপ্তাহে দেশের উত্তর অঞ্চলে পুনরায় বন্যা পরিস্থিতির অবনতি হতেপারে।

নোট : প্রাকৃতিক কারনে পূর্বাভাসের কিছুটা পরিবর্তন হতেপারে।
আরও ভালো পূর্বাভাস পেতে আপনারা নিয়মিত আমাদের সাথে থাকুন।
আরও নির্ভুল পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া পেজে ও ওয়েবসাইটে নজর রাখবেন।

ধন্যবাদ : ©BWOT WEATHER
A Virtual Weather Research Center of Bangladesh.
Update : 30th June at 10:25 pm bst.
Please Share This Post in Your Social Media


Advertisements


Advertisements