Advertisements


বৃষ্টি বলয় “ঈশান-২” | ১০-১৩ই অক্টোবর ২০২২

ধেঁয়ে আসছে দেশের দিকে মাঝারি শক্তিশালী বৃষ্টি বলয় ঈশান-২
এটি একটি প্রায় পূর্ণাঙ্গ মাঝারি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়।
সময়সূচি : ১০ ই অক্টোবর হতে ১৩ ই অক্টোবর ২০২২ পর্যন্ত, পর্যায়ক্রমে দেশের সকল এলাকায়।
এটি চলতি বছরের শেষ মৌসুমি বৃষ্টিবলয়।
বেশি আক্রান্ত : রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ।
.
নাম : মাঝারি শক্তিশালী বৃষ্টিবলয় ঈশান -২
টাইপ : মৌসুমী বৃষ্টিবলয়।
ক্যাটাগরিতে : প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়।
.
নোট : বৃষ্টি বলয় ঈশান -২ চলাকালীন সময়ে সবসময় আপনার এলাকায় একটানা বৃষ্টি থাকবে না। তবে বেশি আক্রান্ত এলাকায় বেশি সময় বৃষ্টির সম্ভাবনা আছে।
তবে বেশিরভাগ সময় এই বৃষ্টি বলয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আছে।
.
বিবরন : এই বৃষ্টি বলয়টি ১০ ই অক্টোবর হতে ১৩ ই অক্টোবরপর্যন্ত দেশের সকল স্থানে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন সময়ে বৃষ্টি ঘটাতেপারে।
তবে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে দেশের উত্তর অঞ্চলে।
আকাশ মূলত মেঘলা, একটানা বৃষ্টি অথবা ঘন ঘন বৃষ্টি এই বৃষ্টি বলয়ের প্রধান বৈশিষ্ট্য বেশি আক্রান্ত স্থানে।
কম সক্রিয় এলাকায় বৃষ্টির পরিমান ও ঘন ঘন বৃষ্টিপাত কম দেখা যাবে এবং আকাশ আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে বেশিরভাগ সময়েই।
.
মেঘের গতিপথ : বেশিরভাগ সময় অধিকাংশ স্থানে বৃষ্টিবাহি মেঘের গতিপথ থাকতেপারে পশ্চিম হতে পূর্ব দিকে ও দেশের উপকূলে দক্ষিণ হতে উত্তর দিকে।
.
বৃষ্টি বলয় ঈশান -২ এ সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একটানা ও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা আছে। ও দেশের বাকি এলাকাতেও মোটামুটি চাহিদা পূরণের মত বৃষ্টির সম্ভাবনা আছে
.
বৃষ্টিবলয় “ঈশান -২” চলাকালীন সময়ে দেশের উপর তাপপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না।
ঈশান -২ চলাকালীন সময়ে দেশের সমুদ্র বন্দর নিরাপদ থাকতেপারে।
ঈশান -২ চলাকালীন সময়ে বেশি সক্রিয় স্থানে রোদের উপস্থিতি তেমন বেশি পাওয়া যাবেনা।
.
আসুন একনজরে দেখেনেই, ঈশান -২ চলাকালীন সময়ে দেশের কোন বিভাগে গড়ে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে।
.
Dhaka 40 mm
Rangpur 100mm
Rajshahi 45mm
Mymensingh 70mm
Sylhet 80mm
Khulna 35mm
Barishal 40mm
Chittagong: 40mm
.
আসুন একনজরে দেখে নেই, বৃষ্টি বলয় ঈশান -২ চলাকালীন সময়ে আপনার জেলায় গড়ে কত মিলিমিটার বৃষ্টি হতেপারে।
.
জেলার নাম। বৃষ্টির পরিমান (মিমি)
সিলেট। ৭০+
সুনামগঞ্জ। ৮০+
হবিগঞ্জ। ৭০+
মৌলভীবাজার। ৬০+
.
রংপুর, ১০০+
দিনাজপুর, ১১০+
ঠাকুরগাঁও। ৯০+
পঞ্চগড় ১২০+
নীলফামারী ১১০+
লালমনীরহাট। ৮৫+
কুড়িগ্রাম। ১২০+
গাইবান্ধা ৯০+
জয়পুরহাট। ৮০+
নওগাঁ ৬০+
বগুড়া ৫০+
চাঁপাইনবাবগঞ্জ। ৫৫+
রাজশাহী ৪৫+
নাটোর। ৪০+
সিরাজগঞ্জ। ৬০+
পাবনা ৫৫+
.
খুলনা(উত্তর), ৪০+
খুলনা(দক্ষিণ), ৩০+
সাতক্ষীরা(উত্তর) ৪০+
সাতক্ষীরা(দক্ষিণ) ৩৪+
বাগেরহাট(উত্তর) ৩৫+
বাগেরহাট(দক্ষিন) ৩০+
যশোর, ৪০+
নড়াইল। ৪০+
মাগুরা ৪০+
ঝিনাইদহ। ৩৫+
চুয়াডাঙ্গা ৩০+
মেহেরপুর। ৩০+
কুষ্টিয়া ৩৫+

বরিশাল, ৩৫+
পিরোজপুর। ৩০+
ঝালকাঠি ৩০+
পটুয়াখালী ৩০+
বরগুনা ২৫+
ভোলা ২৫+
.
চট্টগ্রাম, ৪৫+
ফেনী ৪০+
লক্ষ্মীপুর ৫৫+
চাঁদপুর। ৪০+
কুমিল্লা ৪৫+
ব্রাহ্মণবাড়িয়া ৪০+
খাগড়াছড়ি ৩৫+
রাঙ্গামাটি ৪০+
বান্দরবান। ৩০+
কক্সবাজার। ৩০+
নোয়াখালী, ৩৫+
.
ঢাকা ৪৫+
গোপালগঞ্জ। ৩৫+
মাদারীপুর। ৩৬+
শরিয়তপুর ৩৮+
ফরিদপুর। ৪০+
রাজবাড়ী ৪০+
মানিকগঞ্জ। ৪৫+
মুন্সীগঞ্জ। ৪৫+
নারায়ণগঞ্জ। ৫০+
নরসিংদী ৫৫+
গাজীপুর। ৬০+
টাঙ্গাইল। ৫৫+
কিশোরগঞ্জ। ৬৫+
ময়মনসিংহ। ৬৭+
জামালপুর। ৭০+
শেরপুর। ৯০+
নেত্রকোনা ৮০+
কলকাতা (পশ্চিমবঙ্গ) ৩৫ মিলিমিটার।
.
এখানে দেওয়া বৃষ্টির পরিমান একটা গড় ধারনা মাত্র, স্থানভেদে এর পরিমান কিছুটা হেরফের হতেপারে।
ও দেশের কোন কোন ক্ষুদ্র এলাকায় অতিভারি বৃষ্টি হতেপারে ও কোন ক্ষুদ্র স্থানে বৃষ্টি অনেক কম হতেপারে।
.
নোট : প্রাকৃতিক কারনে বৃষ্টি বলয় ঈশান -২ এর সময়সূচি কিছুটা পরিবর্তন ও এর শক্তি কিছুটা হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্তি হতেপারে।
.
পরবর্তী বৃষ্টি বলয়ের নাম আঁখি, এবং আঁখি একটি শক্তিশালি ক্রান্তীয় বৃষ্টি বলয় “আসছে ২ সপ্তাহ পর।
.
নোট : সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবশ্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো দেখুন।
.
ধন্যবাদ : Bangladesh Weather Observation Team- BWOT
আপডেট : আপডেট : ০৯ ই অক্টোবর রাত ১১ টা বেজে ১২ মিনিটে।
.
নোট : দেশের বিভিন্ন মিডিয়া প্রচার করছে যে কিছুদিন পর দেশের দিকে একটি সুপার ঘূর্ণিঝড় আসছে, আসলে সেইরকম কোন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ, সুতরাং আপনারা দয়াকরে এইসকল গুজব থেকে দুরে থাকবেন।
ধন্যবাদ : BANGLADESH WEATHER OBSERVATION TEAM

Advertisements


Advertisements