সাপ্তাহিক আবহাওয়া বার্তা । ১৬ ই এপ্রিল হতে ২২ শে এপ্রিল ২০২৩ পর্যন্ত।
আকাশ : এই সপ্তাহে দেশের অধিকাংশ এলাকার আকাশ প্রায় পরিস্কার থাকতেপারে, তবে সপ্তাহ শেষে সিলেট ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতেপারে।
তাপমাত্রা : এই সপ্তাহ টি এমন একটি সপ্তাহ, যেখানে দেশের অনেক এলাকার তাপমাত্রা চরম থাকতেপারে।
তাপপ্রবাহ : খুলনা ও রাজশাহী বিভাগের উপরদিয়ে তীব্র তাপপ্রবাহ বয়েযাচ্ছে এবং তা অব্যাহত থাকতেপারে। ও দেশের অনেক এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়েযাচ্ছে এবং তা অব্যাহত থাকতেপারে।
খরা : চলতি সপ্তাহে দেশের অধিকাংশ এলাকায় দিনে প্রচন্ড রোদের উপস্থিতি থাকতেপারে।
বৃষ্টি : এই সপ্তাহ শেষ দিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে ও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল ও পরবর্তী সময়ে এবং এই বৃষ্টির ফলে সেইসকল এলাকায় বাতাসের আদ্রোতা বৃদ্ধি পেয়ে তীব্র ভ্যাবসা গরম অনুভূতি হতেপারে আরও ব্যাপকভাবে।
বৃষ্টিবলয় : এই সপ্তাহে দেশের উপর কোন বৃষ্টিবলয় সক্রিয় হবেনা ইনশাআল্লাহ।
কালবৈশাখী ঝড় : সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় সাধারণ কালবৈশাখী ঝড় হতেপারে।
বজ্রপাত : সকল বৃষ্টিবাহি এলাকায় স্বাভাবিক বজ্রপাত আছে।
শিলাবৃষ্টি : সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক স্থানে।
কুয়াশাছন্ন : নেই
সমুদ্র উত্তাল : নেই
সিস্টেম : নেই। এবং এই মাসে সাগরে সিস্টেম সৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
দিনের আকাশে সূর্যের কিরণ : গড়ে প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টা করে স্বাভাবিক উজ্জ্বল কড়া সূর্যের কিরণ পাওয়া যাবে ইনশা-আল্লাহ।
নোট : আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল, তাই সাপ্তাহিক পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতেপারে।
সুতরাং আপনারা আমাদের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
নোট : কিছু নিউজ মাধ্যম প্রচার করছে এপ্রিল মাসের ২৫ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহের ভেতরে সিলেট বিভাগে পাহাড়ী ঢল সহ বন্যার সৃষ্টি হতেপারে, আসলে এইধরণের কোন সম্ভাবনা পাওয়া যায়নি। আসলে ঐসময় সিলেট বিভাগ ও এর পার্শ্ববর্তী এলাকায় নিয়মিত বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে যা পাহাড়ী ঢল ও বন্যা ঘটানোর জন্য যথেষ্ট নয় ইনশাআল্লাহ। তবে বৃষ্টির চাহিদা পুরন হতেপারে ঐসকল এলাকায় কিছুটা।
এছাড়া দেশের অনেক এলাকায় খরা চলতে পারে ও তাপপ্রবাহ চলতে পারে, মাস শেষে বৃষ্টি আছে তবে তা তাপপ্রবাহ হ্রাসে তেমন ভূমিকা রাখবে না ইনশাআল্লাহ।
নোট : গতমাসের ৩১ তারিখে আমরাই সর্বপ্রথম তাপপ্রবাহ ও খরার পূর্বাভাস করেছিলাম। আর পুর্বাভাস অনুযায়ী দেশের উপর ভয়াবহ তাপপ্রবাহ ও খরা চলমান।
আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো দেখবেন।
ধন্যবাদ : BANGLADESH WEATHER OBSERVATION TEAM.
UPDATE : 16TH APRIL AT 09:09 PM, BST.
Advertisements