সাপ্তাহিক আবহাওয়া পূর্বাভাস । তারিখ : ১৪ ই অক্টোবর হতে ২০ শে অক্টোবর ২০২৩ পর্যন্ত।
সৌজন্যেঃ BANGLADESH WEATHER OBSERVATION TEAM- BWOT
আকাশ : এই সপ্তাহে দেশের আকাশ প্রায় পরিস্কার থাকতে পারে দেশের অধিকাংশ এলাকায়।
বৃষ্টি : গত সপ্তাহ অপেক্ষা এই সপ্তাহে দেশের সার্বিক বৃষ্টির পরিমান অনেক কম থাকতে পারে।
এবং এই সপ্তাহে দেশের সার্বিক গড় বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশ কম থাকতে পারে।
এই সপ্তাহে অধিকাংশ বৃষ্টিপাত হবে বিক্ষিপ্তভাবে ও কম এলাকা নিয়ে দেশের সামান্য স্থানে। এই সপ্তাহে দেশের মাত্র ১০ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। এই সপ্তাহে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে মুলতো দেশের দক্ষিণ পূর্ব এলাকায়, এখানে কক্সবাজার, বান্দরবান ও এর পার্শ্ববর্তী এলাকায়।
তাপপ্রবাহ : চলতি সপ্তাহে দেশে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।
বজ্রপাত : চলতি সপ্তাহে দেশের সকল বৃষ্টিবাহী এলাকায় তীব্র বজ্রপাত থাকতে পারে। ( যদি কোথাও বৃষ্টি হয় তাহলে)
বিবরন : এই সপ্তাহ এমন একটা সপ্তাহ যেখানে দেশের আকাশ অধিকাংশ সময় দিনের বেলায় রৌদ্র উজ্জ্বল থাকবে। ও দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।
দিনে বেশ গরম, রাতে হালকা শীত ও কুয়াশা এই সপ্তাহের প্রধান বৈশিষ্ট।
সেইসাথে হালকা শুস্ক আবহাওয়া ও মৃদু উত্তর পশ্চিমা বায়ু।
বন্যা : নেই
খরা : এই সপ্তাহে দেশের উপর স্বাভাবিক খরা হবার সম্ভাবনা আছে
দিনের আকাশে উজ্বল সূর্যের কিরণ : ৬ থেকে ৮ ঘন্টা করে পাওয়া যাবে।
সিস্টেম : চলতি সপ্তাহে সাগরে কোন সিস্টেম তৈরী হবার সম্ভাবনা কম।
সাগর উত্তাল : এই সপ্তাহে সমুদ্র স্বাভাবিক থাকতে পারে।
বৃষ্টিবলয় : এই সপ্তাহে দেশের উপর কোন বৃষ্টিবলয় সক্রিয় হবেনা।
নোট : প্রাকৃতিক কারনে পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতেপারে। সবচেয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখবেন।
*Disclaimer: এটা শুধুমাত্র আমাদের গবেষণায় পাওয়া তথ্য, কোনো সরকারি পূর্বাভাস বা সতর্কতামূলক বিজ্ঞপ্তি না এবং আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল পূর্বাভাসের জন্য সবাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
ধন্যবাদ : ©Bangladesh Weather Observation Team (BWOT)
পোস্ট আপডেট : ১৩ ই অক্টোবর রাত ০৯ টা ৫৯ মিনিটে।
Update : 13th October at 09:59 pm BST.
চিত্রে দেশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের দৃশ্য দেখানো হলো।(IMD)
Advertisements