সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস । তারিখ : ৯ জানুয়ারি হতে ১৪ ই জানুয়ারি পর্যন্ত।
সৌজন্যেঃ BANGLADESH WEATHER OBSERVATION TEAM- BWOT
আকাশ : এই সপ্তাহ জুড়ে দেশের আকাশ আংশিক মেঘলা সহ সপ্তাহ জুড়ে কুয়াশা বেল্টের পরিমাণ দেশে উল্লেখযোগ্য ভাবে থাকতে পারে। যা দুপুর পর্যন্ত এবং কোথাও কোথাও বিকাল পর্যন্ত সূর্যালোক বাধাগ্রস্ত করতে পারে।
বৃষ্টি : এই সপ্তাহে দেশে কোন বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি।
বৃষ্টিবলয় : এই সপ্তাহে দেশের উপর কোন বৃষ্টিবলয় সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই।
শৈত্যপ্রবাহ : চলতি সপ্তাহে রাজশাহী, রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের উত্তর অংশের কিছু এলাকায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। ও সর্বোচ্চ তাপমাত্রার মান স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় সামান্য কম থাকতে পারে।
কুয়াশা বেল্টঃ এই সপ্তাহ জুড়ে দেশের বিস্তীর্ণ এলাকা কুয়াশা বেল্টে আবৃত হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চল গুলো হল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা বরিশাল ও সিলেট বিভাগ। খুলনা ও চট্টগ্রাম বিভাগে কুয়াশা বেল্ট থাকলেও তা দুপুরের মধ্যে পরিষ্কার হতে পারে।
কুয়াশাঃ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় বিশেষ করে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা করতে পারে। সুতরাং রাতের বেলা যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করুন।
বজ্রপাত : নেই
বন্যা : নেই
খরা : এই সপ্তাহে দেশের উপর স্বাভাবিক খরা থাকতে পারে।
দিনের আকাশে উজ্বল সূর্যের কিরণ : গড়ে ০ থেকে ৩ ঘন্টা করে পাওয়া যেতে পারে।
দিনের আকাশে ম্লান সূর্যের কিরণঃ গড়ে ৩-৬ ঘন্টা থাকতে পারে।
সিস্টেম : চলতি সপ্তাহে দক্ষিণ বঙ্গোপসাগরে কোন সিস্টেমের সম্ভাবনা নেই।
সাগর : এই সপ্তাহে সমুদ্র স্বাভাবিক থাকতে পারে।
Data Source: Global Models, IMD, BMD, Himawari 9 Satellite, Synoptic Chart ইত্যাদি।
Explanation: BWOT
বিশেষ দ্রষ্টব্যঃ এই বার্তাটি উল্লেখিত সূত্র সমূহ হতে প্রাপ্ত তথ্যের বিশ্লেষনে একটি সাধারণ ধারণা মাত্র। এই তথ্যের উপর ভিত্তি করে কোন গুরুতর সিদ্ধান্ত নেওয়া হতে বিরত থাকুন। যেকোনো কার্যক্রমে অবশ্যই বাংলাদেশের একমাত্র নির্ভরযোগ্য আবহাওয়া সংস্থা “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” এর বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
ধন্যবাদ : ©Bangladesh Weather Observation Team (BWOT)
পোস্ট আপডেট : ৮ই জানুয়ারি ২০২৪ । দুপুর ১টা
Advertisements