Advertisements


আগামী সাত দিনে সারাদেশের বৃষ্টিপাতের পূর্বাভাস | ১-৭ ই মার্চ ২০২৩

সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আফগানিস্তান ও তৎসংলগ্ন পাকিস্তানের উপর বর্তমানে একটি পশ্চিমা লঘুচাপ অবস্থান করছে। যার প্রভাবে সেখানে মেঘলা আবহাওয়া ও বৃষ্টিপাত চলছে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী যে কোন পশ্চিমা লঘুচাপ সাব ট্রপিক্যাল জেট বায়ুর সাথে সর্বদা পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল। এই পূর্ব দিকে গতিশীলতার কারণে মাঝে মাঝেই কিছু পশ্চিমা লঘুচাপ বা ঝঞ্জা বাংলাদেশের দিকে অগ্রসর হয় এবং এখানে মেঘ বৃষ্টির আবহাওয়া সৃষ্টি করে। কিন্তু বৈশ্বিক আবহাওয়া মডেলের পূর্বাভাস অনুযায়ী উক্ত পশ্চিমা লঘুচাপটি উত্তর পাকিস্তানের উপর দিয়ে হিমালয়ের দিকে অগ্রসর হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে। এতে এই পশ্চিমা লঘুচাপ বা ঝঞ্জাটির বাংলাদেশ দিকে প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই। সুতরাং পশ্চিমা ঝঞ্ঝাজনিত কারণে আগামী সাত দিনে(১-৭ মার্চ) বাংলাদেশে কোন বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায়নি! তাহলে অন্য কোনো কারণে কি সম্ভাবনা আছে?
.
এবার দেখা যাক, আগামী ৭ দিনে অন্যান্য কি কি পরিবেশ রয়েছে? আগামী সাত দিনের বৈশ্বিক মডেল পূর্বাভাস অনুযায়ী সাগর ও বাংলাদেশের স্থলভাগের প্রেসার গ্রেডিয়েন্ট অনেক কম থাকতে পারে। এতে সামুদ্রিক জলীয় বাষ্পপূর্ণ বাতাস স্থলভাগে প্রবেশ করা সম্ভাবনা কম। আর তাই ভৰ্টিসিটি/কনভারজেন্স জনিত কোন অনুকূল পরিবেশ পাওয়া যায়নি। একই সাথে আবহাওয়ার ইনডেক্স সমূহ বাংলাদেশের বৃষ্টি বা বজ্র বৃষ্টির জন্য অনুকূল নয়। এতে সার্বিকভাবে সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা যায়। সুতরাং উপরোক্ত পরিস্থিতি গুলো অনুযায়ী, বাংলাদেশে আগামী সাত দিনে অর্থাৎ 1 থেকে 7 ই মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি। বরং এ সময় তাপমাত্রা বৃদ্ধির কারণে কোথাও কোথাও মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

নিম্নে বিভিন্ন আবহাওয়া মডেলের আগামী ৭ দিনের বৃষ্টিপাত এর পূর্বাভাস দেখানো হলো।

ECMWF Model


GFS Model

ICON Model

স্বনামধন্য কোন আবহাওয়া মডেলই বাংলাদেশে আগামী সাত দিনে উল্লেখযোগ্য কোন বৃষ্টিপাত দেখাচ্ছে না।

Advertisements


Advertisements