Advertisements


আজকের আবহাওয়া বার্তা । ১৮ ই ফেব্রুয়ারী ২০২৪

আজকের আবহাওয়া বার্তা

আজকের আবহাওয়া বার্তা | তারিখ : ১৮ ই ফেব্রুয়ারী ২০২৪ | বার : রবিবার ৫ ই ফাল্গুন ১৪৩০ বসন্তকাল ০৭ ই শা’বান ১৪৪৫ হিজরি।

আসুন এক নজরে দেখে নেই কেমন থাকতে পারে আগামি ১৮ ই ফেব্রুয়ারী দেশের আজকের আবহাওয়া বার্তা।

আকাশ : দেশের আকাশ কিছু স্থানে আংশিক মেঘলা থাকতে পারে
বৃষ্টি : ১৮ ই দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

গত দিনের পর্যবেক্ষন

*১৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে কোন বৃষ্টি রেকর্ড হয়নি (bmd)


*১৭ ই ফেব্রুয়ারী সন্ধ্যা ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফ ৩১.৮০°সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রাজারহাট ও চুয়াডাঙ্গা ১৩.৫০°সেলসিয়াস। ( bmd)


আজকের পূর্বাভাসঃ

তাপমাত্রা : রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতেপারে।
বৃষ্টিবলয় : সক্রিয় নেই।
পরবর্তী বৃষ্টিবলয় : বৃষ্টিবলয় জুঁই ( ২১ শে ফেব্রুয়ারী শুরু।

বজ্রপাত : নেই
দমকা হাওয়া : নেই
কুয়াশা : ভোরের দিকে দেশের কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তেপারে।
ধোঁয়াশাছন্ন : নেই।
শৈত্যপ্রবাহ : সক্রিয় নেই।
পরবর্তী শৈত্যপ্রবাহ : নিশি।
কুয়াশাবেল্ট : নেই

দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : ৩ থেকে ৪ ঘন্টা
ম্লান সূর্যের কিরণ ৪ থেকে ৫ ঘন্টা, পাওয়া যেতে পারে স্থানভেদে।

সতর্ক সংকেত : নেই
সমুদ্র উত্তাল! নেই
উত্তর বঙ্গপোসাগর : স্বাভাবিক
ঘূর্ণিঝড় / নিম্নচাপ / লঘুচাপ : নেই।

সূর্যগ্রহণ : ০৮ ই এপ্রিল ২০২৪।
চন্দ্রগ্রহণ : ২৫ শে মার্চ ২০২৪,
সূর্যোদয় : সকাল ০৬ টা বেজে ৩১ মিনিটে ( ঢাকা)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা বেজে ৫৫ মিনিটে ( ঢাকা)
দিনের দৈর্ঘ্য : ১১ ঘণ্টা ২৪ মিনিট ( ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ তির্যক পতন : ৩৩.৬০ দক্ষিণে।
মানে ঠিক দুপুরে সূর্য দেশের মধ্য অঞ্চল থেকে ঠিক কতটা দক্ষিণে হেলে থাকবে।

আসুন এক নজরে দেখে নেই আগামী ১৮ ই ফেব্রুয়ারী দেশের ৮ টি বিভাগীয় সদরের সম্ভাব্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকতে পারে।

বিভাগের নাম:    সর্বোচ্চ : সর্বনিম্ন :
ঢাকা                      ৩০° ১৮° সে.
চট্টগ্রাম                   ৩০° ১৮° সে.
রাজশাহী                 ২৮° ১৩° সে.
খুলনা                      ২৯° ১৬° সে.
সিলেট                     ৩০° ১৭° সে.
বরিশাল                   ৩০° ১৫° সে.
রংপুর                      ২৮° ১৪° সে.
ময়মনসিংহ.             ২৯° ১৬° সে.
কলকাতা,                 ৩০° ১৮° সে. India 
নোট : ১° সেলসিয়াস হেরফের হতেপারে

Weather of Kolkata : আজকের আবহাওয়া বার্তা-তে জানানো হচ্ছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা নেই, রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতেপারে।
দিনের আকাশে স্বাভাবিক সূর্যের কিরণ : ৫ থেকে ৯ ঘন্টা।
ঝলমলে রোদ : আছে
শৈত্যপ্রবাহ : নেই

গুজব এড়াতে ও আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে নিয়মিত দেশের সরকারি আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
এবং আমাদের (বেসরকারি আবহাওয়া সংস্থার) সাথেও থাকতেপারেন।

Resources in this analysis: Global Models, BMD Observation Data, IMD Observation Data, Himawari 9 Satellite, MJO, 200hpa Winds, Synoptic Chart, Time and Date.

আবহাওয়া তথ্যসূত্র : ©BWOT
আপডেট : ১৭ ই ফেব্রুয়ারী রাত ০৯ টা বেজে ৫০ মিনিটে।
UPDATE : 17th February AT 09:50PM BST.
সবাই দেশকে ভালোবাসুন, দেশের কল্যাণে কাজ করুন।
BMD = বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ( সরকারি)

Advertisements


Advertisements