আগামী ৩ দিনের বিশেষ পূর্বাভাস । ৬-৮ ই ফেব্রুয়ারি ২০২৫
বর্তমানে দেশে কোন শৈত্যপ্রবাহ চালু নেই, তবে আগামী ৮ ই ফেব্রুয়ারি হতে শৈত্যপ্রবাহ নিশি চালু হতে পারে, যেটা একটি মৃদু শৈত্যপ্রবাহ।
শৈত্যপ্রবাহ চালু না থাকলেও দেশের দু এক স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা সাময়িক +১০° সেলসিয়াস এর নিচে নামতে পারে। এইকদিন দেশের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে ও দেশের অধিকাংশ এলাকায় দিনে ঝলমলে রোদের উপস্থিতি থাকতে পারে। এই তিন দিনে সাগরে কোন সতর্ক সংকেত আসবে না।
তাহলে চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিনে দেশের আবহাওয়া কেমন থাকতে পারে? কোথায় কোথায় কেমন শীত ও কুয়াশা পড়তে পারে।
৬ই ফেব্রুয়ারির আবহাওয়ার পূর্বাভাস
দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার থাকতে পারে। এদিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে ও রাতে আরামদায়ক শীত থাকতে পারে দেশের অনেক এলাকায়।
দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উল্যেখযোগ্য কোন শৈত্যপ্রবাহ নেই। কুয়াশাবেল্ট এর সম্ভাবনা কম।
৭ই ফেব্রুয়ারির আবহাওয়ার পূর্বাভাস
দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার থাকতে পারে। এদিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে ও রাতে আরামদায়ক শীত থাকতে পারে দেশের অনেক এলাকায়।
দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। উল্যেখযোগ্য কোন শৈত্যপ্রবাহ নেই, তবে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
৮ই ফেব্রুয়ারির আবহাওয়ার পূর্বাভাস
দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার থাকতে পারে। এদিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে ও রাতে আরামদায়ক শীত থাকতে পারে দেশের অনেক এলাকায়।
দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
মৃদু শৈত্যপ্রবাহ নিশি সক্রিয় হতে পারে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক এলাকায়।
কুয়াশাবেল্ট এর সম্ভাবনা আছে রংপুর বিভাগের কিছু এলাকায়, রাতের তাপমাত্রা বেশ হ্রাস পেতে পারে।
পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
৬ টু ৮ ই ফেব্রুয়ারি, এ তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে, তবে ৮ ই ফেব্রুয়ারি হতে শীতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই তিন দিনে পশ্চিমবঙ্গ এর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশও প্রায় পরিস্কার থাকতে পারে।
তবে ভোরে পশ্চিমবঙ্গ এর দক্ষিণ অঞ্চলে মাঝারি হতে ঘন কুয়াশা পড়তে পারে। তবে কোন কুয়াশাবেল্ট এর সম্ভাবনা নেই। প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের কিরণ পাওয়া যাবে।
Data Source: Global Models, IMD, BMD, Himawari 9 Satellite, Synoptic Chart, NCEP etc.
Explanation: BWOT
বিশেষ দ্রষ্টব্যঃ এই বার্তাটি উল্লেখিত সূত্র সমূহ হতে প্রাপ্ত তথ্যের বিশ্লেষনে একটি সাধারণ ধারণা মাত্র। এই তথ্যের উপর ভিত্তি করে কোন গুরুতর সিদ্ধান্ত নেওয়া হতে বিরত থাকুন। যেকোনো কার্যক্রমে অবশ্যই বাংলাদেশের নির্ভরযোগ্য আবহাওয়া সংস্থা “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” এর বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
©Bangladesh Weather Observation Team Ltd. (BWOT) , Update: 05 February at 01:00 pm BST
Advertisements