Advertisements


কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া?

কেমন থাকতে পারে ইদের দিনের আবহাওয়া?  বৃষ্টি হবে কি?

আসছে একমাস সিয়াম সাধনার পর আনন্দঘন ঈদুল ফিতর। এই আনন্দঘন দিনটিকে আরো স্পেশাল করতে অনুকূল আবহাওয়ার বিকল্প নেই। পবিত্র ঈদুল ফিতর ২০২৫ এর আগে ও পরে কেমন থাকতে পারে দেশের আবহাওয়া ? চলুন দেখে নেওয়া যাক!

৩০/০৩/২০২৫, রবিবার, *চাঁদ দেখার দিন :

দেশের আকাশ অধিকাংশ এলাকায় পরিষ্কার এবং সকালে পূর্বাঞ্চলে কিছুটা আংশিক মেঘলা হতে পারে। এবং অন্য সময় ২/১ জায়গায় আংশিক মেঘলা সহ সারাদেশে কিছুটা শুষ্ক গরম থাকতে পারে দিনে। এসময় দেশের কিছু এলাকায় মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এবং রাতের বেলা কিছুটা আরামদায়ক অনুভূতি হতে পারে। এদিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ।

৩১/০৩/২০২৫, সোমবার, সম্ভাব্য ঈদের দিন :

দেশের আকাশ পূর্বাঞ্চলে আংশিক মেঘলাসহ জলীয়বাষ্প বৃদ্ধি পেয়ে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এসময় দেশের কিছু কিছু এলাকায় মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে আরামদায়ক। দেশে বৃষ্টির সম্ভবনা কম। তবে পূর্বাঞ্চলের ২/১ জায়গায় অপ্রত্যাশিত কিছু বৃষ্টিবাহী মেঘ সৃষ্টি হওয়ার মত পরিবেশ আসতে পারে। এক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্য নয়।

০১/০৪/২০২৫, মঙ্গলবার, সম্ভাব্য ঈদের পরের দিন:

দেশের আকাশ পূর্বাঞ্চলে আংশিক মেঘলাসহ দিনের বেলা গরম প্রায় অপরিবর্তিত পারে। এসময় দেশের কিছু কিছু এলাকায় মৃদু তাপ প্রবাহ বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় আরামদায়ক থাকতে পারে। দেশে বৃষ্টির সম্ভবনা কম। তবে সিলেট বিভাগের ২/১ জায়গায় অপ্রত্যাশিত কিছু বৃষ্টিবাহী মেঘ সৃষ্টি হওয়ার মত পরিবেশ আসতে পারে। এক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্য নয়।


০২/০৪/২০২৫, বুধবার, সম্ভাব্য ঈদের ২য় দিন:

দেশের আকাশ আংশিক মেঘলাসহ দিনের বেলা গরম সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা আরামদায়ক থাকতে পারে। এসময় দেশের কিছু কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যেতে পারে। দেশের কোথাও বৃষ্টির সম্ভবনা পাওয়া যায় নি।

মোট কথা বলতে গেলে মৃদু তাপ প্রবাহে এই ঈদে চলমান থাকতে পারে। এছাড়া উল্লেখযোগ্য ঝড় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায় নি। শুষ্ক বাতাস থাকায় বেশি বেশি পানি পান করবেন।

[বিঃদ্রঃ – আবহাওয়া পরিবর্তনশীল। এটা শুধু সম্ভাবনা মাত্র। আপনারা Bangladesh Weather Observation Team Ltd. এর সাথে থাকুন এবং নিয়মিত আবহাওয়ার আপডেট পেতে Bangladesh Weather Observation Team এর ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে চোখ রাখুন। ]

ধন্যবাদ সবাইকে
Bangladesh Weather Observation Team- BWOT

নিচে ECMWF মডেলের বৃষ্টিপাতের নমুনা চিত্র দেখানো হলো:

কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া?

Advertisements


Advertisements