Advertisements


আগামী ৩ দিনের আবহাওয়ার বিশেষ পূর্বাভাস । ১০-১২ ই ফেব্রুয়ারি ২০২৫

আগামী ৩ দিনের আবহাওয়ার বিশেষ পূর্বাভাস । ১০ ই ফেব্রুয়ারি হতে ১২ ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।

বর্তমানে দেশের উপর মৃদু শৈত্যপ্রবাহ নিশি চালু আছে, এবং এইটা আগামী ১২ ই ফেব্রুয়ারি রাত পর্যন্ত চলতে পারে।

এই শৈত্যপ্রবাহ চলাকালীন সময়ে রাতভর ও সকাল ৯ টা পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকতে পারে।
এইকদিন দেশের আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে ও দেশের অধিকাংশ এলাকায় দিনে ঝলমলে রোদের উপস্থিতি থাকতে পারে।
এই তিন দিনে সাগরে কোন সতর্ক সংকেত আসবে না।
রাতভরও ঝলমলে চাঁদের আলো পাওয়া যাবে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক আগামী তিন দিনে দেশের আবহাওয়া কেমন থাকতে পারে? কোথায় কোথায় কেমন শীত ও কোয়াশা পড়তে পারে।

১০ ই ফেব্রুয়ারির আবহাওয়া 

দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার থাকতে পারে। এদিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে ও রাতে আরামদায়ক শীত থাকতে পারে দেশের অনেক এলাকায়।


দেশের নদী অববাহিকায় মাঝারি কুয়াশা পড়তে পারে।
উল্যেখযোগ্য কোন দূর্যোগের সম্ভাবনা নেই।
কুয়াশাবেল্ট এর সম্ভাবনা কম।
প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘন্টা করে ঝলমলে সূর্যের আলো পাওয়া যাবে।

১১ ই ফেব্রুয়ারির আবহাওয়া 

দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার থাকতে পারে। এদিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে সিলেট জেলার কিছু স্থানে ছিটেফোঁটা কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকে।
দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে ও রাতে আরামদায়ক শীত থাকতে পারে দেশের অনেক এলাকায়।

দেশের নদী অববাহিকায় মাঝারি কুয়াশা পড়তে পারে।
উল্যেখযোগ্য কোন দূর্যোগের আশঙ্কা নেই, রাতে আরামদায়ক শীত পড়তে পারে।
প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘন্টা করে ঝলমলে সূর্যের কিরণ পাওয়া যাবে।

১২ই ফেব্রুয়ারির আবহাওয়া 

দেশের অধিকাংশ এলাকার আকাশ পরিস্কার থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু এক স্থানের আকাশ সামান্য মেঘলা থাকতে পারে, এদিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
দিনে স্বাভাবিক রোদ থাকতে পারে ও রাতে আরামদায়ক শীত থাকতে পারে দেশের অনেক এলাকায়।

রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে ও শৈত্যপ্রবাহ নিশি দুর্বল হতে পারে।
দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘন্টা করে ঝলমলে সূর্যের কিরণ পাওয়া যাবে।

কুয়াশাবেল্ট এর সম্ভাবনা আছে রংপুর বিভাগের কিছু এলাকায়, রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

পশ্চিমবঙ্গের আবহাওয়াঃ ১০ টু ১২ ই ফেব্রুয়ারি, এ তিন দিন আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে, তবে ১২ ই ফেব্রুয়ারি হতে শীতের পরিমাণ কিছুটা হ্রাস পেতে পারে।
এই তিন দিনে পশ্চিমবঙ্গ এর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।

আকাশও প্রায় পরিস্কার থাকতে পারে।
তবে ভোরে পশ্চিমবঙ্গ এর দক্ষিণ অঞ্চলে মাঝারি কুয়াশা পড়তে পারে।
তবে কোন কুয়াশাবেল্ট এর সম্ভাবনা নেই।
প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ ঘন্টা করে উজ্জ্বল সূর্যের কিরণ পাওয়া যাবে।

Data Source: Global Models, IMD, BMD, Himawari 9 Satellite, Synoptic Chart, NCEP etc.
Explanation: BWOT

বিশেষ দ্রষ্টব্যঃ এই বার্তাটি উল্লেখিত সূত্র সমূহ হতে প্রাপ্ত তথ্যের বিশ্লেষনে একটি সাধারণ ধারণা মাত্র। এই তথ্যের উপর ভিত্তি করে কোন গুরুতর সিদ্ধান্ত নেওয়া হতে বিরত থাকুন। যেকোনো কার্যক্রমে অবশ্যই বাংলাদেশের নির্ভরযোগ্য আবহাওয়া সংস্থা “বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” এর বিজ্ঞপ্তি অনুসরণ করুন।
©Bangladesh Weather Observation Team LTD (BWOT) , Update: 09 February at 08:00 pm bst

Advertisements


Advertisements