Advertisements


আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার ভিতরে আবারো ভূমিকম্পের  আশঙ্কা!!

“সোলার সিস্টেম জিওমেট্রিক সার্ভে”  কর্তৃক লেটেস্ট এক আপডেটে জানানো হয়েছে  যে  চাঁদ , পৃথিবী ও বৃহস্পতি গ্রহের প্লানেটারি  কনজাংশন এর কারণে আজ(১১) অথবা আগামীকাল(১২) নাগাদ মোটামুটি  মাঝারি  শক্তি সম্পন্ন  ভূমিকম্প (৫.৫-৬.৪ M) হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে মার্চের প্রথম সপ্তাহ নাগাদ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের  পূর্বাভাস করেন তারা।  যার বিপরীতে গত ৩-৪ তারিখ এবং ৬-৭ তারিখে ৬ মাত্রা বা তার উপরে ওপরে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্প হতে দেখা যায়।

ভূমিকম্পের  উৎপত্তিস্থল সম্পর্কে তারা জানান, সম্ভাব্য এলাকা ওশানিয়া ও  আলাস্কা  এর উপকূলীয় এলাকা অথবা তার আশেপাশের এলাকা হতে পারে।  তবে এই পূর্বাভাসের কনফিডেন্স সম্পর্কে তারা জানান,   এটি একটি সম্ভাব্য সময় ও স্থান।  এই সময়ের  আগে বা পরে  অথবা উল্লেখিত স্থানের বাইরেও ভূমিকম্পের ঝুঁকি থাকছে। ভূমিকম্পের নিয়মিত আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ, Bangladesh Weather Observation Team- BWOT 

Advertisements


Advertisements