Advertisements


সাপ্তাহিক আবহাওয়া । ২৬ শে মার্চ হতে ১লা এপ্রিল পর্যন্ত

সাপ্তাহিক আবহাওয়া । তারিখ, ২৬ শে মার্চ হতে পহেলা এপ্রিল পর্যন্ত
আকাশ : এইসময় দেশের আকাশ অধিকাংশ সময় আংশিক মেঘলা থাকতেপারে ।
তাপমাত্রা : ২৬ শে মার্চ থেকে পহেলা এপ্রিল এর ভেতরে দেশের তাপমাত্রা স্বাভাবিক থাকতেপারে। তবে ৩০, ৩১ শে মার্চ ও পহেলা এপ্রিল দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতেপারে।
তাপপ্রবাহ : সম্ভাবনা কম।
 
বৃষ্টি : এই সপ্তাহ টি এমন একটা সপ্তাহ যেখানে প্রতিদিনই দেশের বেশকিছু এলাকায় বৃষ্টি থাকবে।
বিশেষকরে দেশের মধ্য ও পূর্বমধ্য অঞ্চলে। তবে ২৯ শে মার্চ থেকে সার্বিক বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতেপারে।
 
বৃষ্টিবলয় : মাঝারি শক্তিশালী ক্রান্তীয় আংশিক বৃষ্টিবলয় জুঁই ৩ ( ২৯ শে মার্চ থেকে ৫ ই এপ্রিল এর ভেতরে দেশের অনেক এলাকায় সক্রিয় থাকতেপারে।
বেশি সক্রিয় থাকতেপারে, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, ও খুলনা বিভাগের অনেক এলাকায়। ও উত্তর চট্টগ্রাম বিভাগে।
বেশি আক্রান্ত, ৩১ শে মার্চ ও ১,২ও৩ রা এপ্রিল।
 
এপ্রিল এর ৮ তারিখের পর আরও ১ টি বৃষ্টিবলয় দেশে প্রবেশ করতেপারে।
কালবৈশাখী ঝড় : দেশের অনেক এলাকায় সাধারণ কালবৈশাখী এর সম্ভাবনা আছে এই সপ্তাহে।
বজ্রপাত : সকল বৃষ্টিবাহি এলাকায় স্বাভাবিক বজ্রপাত আছে।
শিলাবৃষ্টি : সম্ভাবনা আছে, দেশের অনেক এলাকায়।
 
কালবৈশাখী ঝড় : দেশে কালবৈশাখীর ফরমেশন চালু রয়েছে
সুতরাং এখন থেকে দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতেপারে নিয়মিত।
কুয়াশাছন্ন : নেই
সমুদ্র উত্তাল : নেই
সিস্টেম : নেই।
 
দিনের আকাশে সূর্যের কিরণ : গড়ে প্রতিদিন ৩ থেকে ৫ ঘন্টা করে স্বাভাবিক সূর্যের কিরণ পাওয়া যাবে ২৯ শে মার্চ পর্যন্ত।
এরপর প্রতিদিন গড়ে ২ থেকে ৩ ঘন্টা পাওয়া যাবে
নোট : আবহাওয়া নিয়ত পরিবর্তনশীল, তাই সাপ্তাহিক পূর্বাভাস টি কিছুটা পরিবর্তন হতেপারে।
সুতরাং আপনারা আমাদের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাস গুলো দেখুন।
 
আরও নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা সরকারি আবহাওয়া অধিদপ্তর এর পূর্বাভাস গুলো দেখবেন।
 
ধন্যবাদ : BANGLADESH WEATHER OBSERVATION TEAM.
Update : 25th March, at 09:06 pm BST.
 

Advertisements


Advertisements