Advertisements


ধেঁয়ে আসছে দেশের দিকে শৈত্যপ্রবাহ কনকন ২

শৈত্যপ্রবাহ কনকন

ধেঁয়ে আসছে দেশের দিকে শৈত্যপ্রবাহ কনকন ২। ক্যটাগরিতে এটি একটি মৃদু শৈত্যপ্রবাহ।

শৈত্যপ্রবাহ কনকন : ১৯ শে জানুয়ারি রাত হতে ২৪ শে জানুয়ারি রাত পর্যন্ত।

তবে বিরক্তিকর বিষয় হলো এই শৈত্যপ্রবাহ তেও কুয়াশাবেল্ট আসছে। মানে দিনের অধিকাংশ সময় দেশের অনেক স্থানে রোদের আলো পাওয়া যাবেনা।

বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় ও দেশের কিছু এলাকায়, এখানে আগামী ২২ ও ২৩ তারিখে কুয়াশাবেল্ট দেশের অনেক এলাকা আক্রান্ত করতে পারে।


গভীর কুয়াশাবেল্টের সতর্কতা যেসব অঞ্চলে প্রযোজ্য!

আগামী ১৯ জানুয়ারি হতে দেশের উত্তরাঞ্চল দিয়ে কুয়াশা বেল্ট শুরু হতে পারে৷ এর পর ২১/২২ তারিখের মধ্যে তা সারাদেশে বিস্তার লাভ করতে পারে৷ এতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে সবচেয়ে দীর্ঘ সময় কুয়াশা বেল্ট অবস্থান করতে পারে।

এছাড়া দেশের বাকি এলাকায় দুপুরের মধ্যেই অধিকাংশ দিন পরিষ্কার হয়ে যেতে পারে। ২৫ জানুয়ারি নাগাদ কুয়াশা বেল্ট দূর্বল হতে পারে৷ এবং এই সম্পূর্ণ সময়েই দেশের শীত প্রধান এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ(কনকন ২) চলতে পারে।

ধন্যবাদ, ©Bangladesh Weather Observation Team- BWOT

Advertisements


Advertisements