BWOT সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাস।
১২ ই ডিসেম্বর হতে ১৮ ই ডিসেম্বর ২০২১।
আকাশ : চলতি সপ্তাহজুড়ে দেশের আকাশ সাধারণ পরিস্কার থাকতেপারে, মানে আকাশে মেঘের আনাগোনা বলতে গেলে থাকবে না।
বৃষ্টি : চলতি সপ্তাহে দেশের কোথাও বৃষ্টিপাত হবার সম্ভাবনা নেই, তারপরও যদি আকস্মিকভাবে দেশের কোন এলাকায় বৃষ্টির সম্ভাবনা পাওয়া যায় তাহলে আমরা তাৎক্ষণিক পূর্বাভাস এর সাহায্যে আপনাদের জানিয়ে দিবো ইনশাআল্লাহ।
কুয়াশা : দেশের অধিকাংশ এলাকায় গভীর রাতে ও ভোরে ও সকাল ১০ টা পর্যন্ত ঘন কুয়াশা দ্বারা পরিবেষ্টিত থাকতেপারে।
কুয়াশাবেল্ট : রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় ও ঢাকা, সিলেট বিভাগের কিছু এলাকায় উর্ধাকাশে সকালে স্থির কুয়াশাবেল্ট দ্বারা আক্রান্ত থাকতেপারে।
শীত বা শৈত্যপ্রবাহ : চলতি সপ্তাহে শীতের তীব্রতা বেশ বৃদ্ধি পেতে পারে এবং মৃদু শৈত্য প্রবাহ চলতে পারে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায়।
সিস্টেম : নাহ, চলতি সপ্তাহে কোন লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণিঝড় নেই।
সমুদ্র উত্তাল ও সংকেত : চলতি সপ্তাহে সাগর উত্তাল ও সংকেত বৃদ্ধির প্রাকৃতিক কোন কারণ নেই।
দিনের আকাশে উজ্জ্বল সূর্যের কিরণ : দেশের দক্ষিণ অঞ্চলে, গড়ে প্রতিদিন ৪ থেকে ৭ ঘন্টা।
দিনের আকাশে ম্লান সূর্যের কিরণ : দেশের মধ্য ও উত্তর অঞ্চলে গড়ে যথাক্রমে ৭ ঘন্টা ও ৫ ঘন্টা প্রতিদিন।
রাতের আকাশে স্বাভাবিক দৃশ্যমানতা : গড়ে ২৫ মিটার।
গ্রহন : চলতি সপ্তাহে কোন চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ নেই।
আসুন এক নজরে দেখেনেই চলতি সপ্তাহজুড়ে দেশের ৮ টি বিভাগীয় শহরে সম্ভাব্য সর্বোচ্চ সর্বনিম্ন গড় তাপমাত্রা কেমন থাকতেপারে।
.
স্থানের নাম। সর্বোচ্চ। সর্বনিম্ন
ঢাকা +27°c. +17°c.
চট্টগ্রাম। +28°c. +15°c.
রাজশাহী + 25°c. +13°c.
খুলনা +26°c. +14°c.
সিলেট। +25°c. +14°c.
বরিশাল। +26°c. +15°c.
ময়মনসিংহ। +23°c. +12°c.
রংপুর। +22°c. +12°c.
Kolkata India. +27°c. +16°c.
.
নোট : আপনারা স্বাভাবিক রোদের কাজ সারতে পারেন, তবে অধিকাংশ সময় রোদের আলোর উজ্জ্বলতা কম থাকবে ও তাপ কম থাকবে।
.
পোস্ট টি সেয়ার করে সকলকে জানিয়ে দিন।
আরও ভালো আবহাওয়া পূর্বাভাস পেতে আপনারা সরকারি আবহাওয়া পেজ ও ওয়েবসাইটে নজর রাখুন।
ধন্যবাদ : ©BWOT
Bangladesh Weather Observation Team.
Advertisements